জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪, ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে নতুন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান

Jagannathpur Times Uk
আগস্ট ২০, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান:

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নতুন ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান। নতুন দায়িত্ব পালনে তিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানায়। নতুন ডেপুটি হাইকমিশনার বলেন, আমি ব্রিটিশ হাইকমিশন ঢাকায় যোগ দিতে পেরে আনন্দিত এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ এ সরকার বাংলাদেশের মানুষের জন্য শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ পথ তৈরি করতে কাজ করছে।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, বর্তমান দায়িত্বের আগে জেমস ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে কনসাল জেনারেল ছিলেন। ২০২২-২০২৩ পর্যন্ত তিনি ব্রিটিশ মিশন মাস্কাটে চার্জ ডি অ্যাফেয়ার্স এবং এর আগে ২০১৯ সাল থেকে মাস্কাট মিশনের ডেপুটি হেড ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।