জগন্নাথপুর টাইমসশনিবার , ২৪ আগস্ট ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রতিবাদ সভা

Jagannathpur Times Uk
আগস্ট ২৪, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান : একুশে আগষ্টের নারকীয় গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে এবং প্রধানন্ত্রী শেখ হাসিনাকে জোর পূর্বক দেশত্যাগে বাধ্যকরা, আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামীলীগ গত ২১ আগষ্ট বুধবার লন্ডন সময় বিকেল সাড়ে পাঁচঘটিকায় পূর্ব লন্ডনের ব্রান্সলী ষ্ট্রীটের কলিংউড কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

যুক্তরাজ্য আওয়ামীলগের সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ২০০৪ সালের ২১শে আগষ্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর ‘বঙ্গবন্ধু এভিনিউ’-তে অনুষ্ঠিত জনসভায় মানব ইতিহাসের এক ভয়াবহতম গ্রেনেড হামলা সংঘটিত হয়। উক্ত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং মাননীয় নেত্রী শেখ হাসিনাসহ অসংখ্য নেতাকর্মী আহত ও জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেন।

এই নৃশংস ও নারকীয় হত্যাকান্ডের রায় দ্রুত কার্যকর এবং বর্তমানে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন আমরা লক্ষ্য করছি এই সরকারের ছত্রছায়ায় উগ্রগোষ্টী দেশব্যাপী হত্যা লুটপাট ও আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নি সংযোগ করছে। সেই সাথে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলতে ধারাবাহিক ভাবে বঙ্গবন্ধু যাদুগর সহ স্থাপনা গুলো ধ্বংশ করছে। সেই সাথে দেশের সংখ্যালঘুদের উপর চলছে নির্জাতন। ছাত্র পরিচয়ে জোরপূর্বক বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে খৃষ্টান ও হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। ছাত্র পরিচয়ে এসবের নেতৃত্ব দিচ্ছে যারা সকলেই একটি চিহ্নিত রাজনৈতিক দলের সদস্য । সরকার এসব দেখেও নাদেখার ভান করছে। আমরা এসব বন্ধে বিশ্বসম্প্রদায়ের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

সমাবেশে অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন জালাল উদ্দিন, হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, মারুফ চৌধুরী, নইমুদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, মাসুক ইবনে আনিস, আ. স. ম. মিসবাহ, রবির পাল খসরুজ্জামান খসরু, সারব আলী, কাওছার চৌধুরী, আলতাফর রহমান মোজাহিদ, আনসারল হক, সৈয়দ ছুরুক আলী, আব্দুল হোসেন, জামাল আহমদ খান, নজরুল ইসলাম মাহবুব আহমদ, তামিম আহমদ , ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, জোবায়ের আহমদ, আনজুমান আরা অন্জু , শাহিনা আক্তার , হোসনেয়ারা মতিন, ছালমা বেগম, মিফতা নূর, সামিরুন চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুল বাছির, তামিম আহমদ, আফজল হোমেন , মাহবুব আহমদ, শফিক আহমদ প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।