নিউজ ডেস্ক :
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ২০২৩-২৪ মৌসুমের সমাপ্তি ঘোষণা করে শামসুল ইসলাম শাওন কে সভাপতি ও হুমায়ুন আহমেদ কে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট ২০২৪) দুপুরে জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর কার্যালয়ে ২০২৩-২৪ মৌসুমের সভাপতি সৈয়দ সাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফি মোহাম্মদ এর পরিচালনায় বিগত মৌসুমের আয় ব্যায়ের হিসাব শেষ করে ২৩-২৪ মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সৈয়দ সাইদুল হক।
বৈঠকের দ্বিতীয় পর্বে সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকন এর সভাপতিত্বে ও উপদেষ্টা পরিষদের সদস্য তফজ্জুল হক সুমনের পরিচালনায় উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ভুক্ত সকল ক্রিকেট ক্লাবের সম্মানিত টিম প্রতিনিধিগন সহ সবার সম্মতিক্রমে শামসুল ইসলাম শাওন কে সভাপতি ও হুমায়ুন আহমেদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২০২৪-২৫ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট এসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা আকমল হোসেন ভূঁইয়া, উপদেষ্টা সুদিপ ভট্টাচার্য, হোসেন আলী, আছাদ লাল, জাকারিয়া আহমদ, সদ্য সাবেক সভাপতি সৈয়দ সাইদুল হক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাফি মোহাম্মদ, সাবেক সিনিয়র সহ সভাপতি সুবল দেব, সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন, কামাল হোসেন, মির্জা হোসেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুমিত রয়, শাকিল আহমদ, তুয়েল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক, তাকবির, আজহার, আওয়াল স্কোরার টনি মিয়া সহ উপজেলা ক্রিকেটের ক্রিকেটারবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি