মির্জা আবুল কাসেম :
লন্ডনে ইইএল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইভেন্ট ইন ভোগ, হার্রও শপিং ফেস্টিভ্যাল আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এতে রিটেইল, লাইফস্টাই, ফ্যাশন ও সার্ভিস প্রোভাইডারদের শোকেস করা হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ইভেন্টে নামিদামী প্রায় একশ’ এক্সিভিটর অংশগ্রহণের পাশাপাশি কয়েক হাজার ডাইভার্স ভিজিটরের উপস্থিতি থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইভেন্ট অর্গানাইজার জয় দীপ দাস ও মার্কেটিং এম্বেসেডর আফরোজা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইইএল অ্যাসোসিয়েশন হলো যুক্তরাজ্যে বিনোদন, প্রদর্শনী, উৎসব ও নেটওয়ার্কিং ইভেন্ট-এর এক অন্যতম আয়োজক। আমাদের ইভেন্টের সুনাম ভৌগলিক সীমানা ছাড়িয়ে দেশ-বিদেশের দর্শকদের আকৃষ্ট করেছে। বিবিসিসহ এদেশের মূলধারার মিডিয়া ও বিভিন্ন কমিউনিটি চ্যানেলে আমাদের ইভেন্টগুলোর সংবাদ প্রচারিত হয়েছে।
আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ইভেন্ট হচ্ছে ইনভোগ। যেখানে রিটেইল, লাইফস্টাই, ফ্যাশন ও সার্ভিস প্রোভাইডারদের শোকেস করা হবে। ইভেন্টে নামিধামি প্রায় একশত এক্সিভিটর অংশ নেবে এবং কয়েক হাজার ডাইভার্স ভিজিটরের উপস্থিতি প্রত্যাশা করেন ইভেন্ট অর্গানাইজার জয় দীপ ।
তিনি বলেন এই ইভেন্টে লাইভ ব্রাইডাল লাক্সারি কালচারাল ফ্যাশন শো, ওয়েলনেস ও হেলথ শোকেস, প্রোপার্টি এক্সপো, ট্রাভেল ও লাইফস্টাইল এক্সিভিশন, হেয়ার ও মেকআপ মাস্টারক্লাস, প্রিমিয়ার ফুড ও ড্রিংক ফেস্টিবল, ডিজাইনার কাপড়, লাক্সারি জোয়েলারি ও রীহ আল মাদিনাহ’র, পারফিউম স্টল সহ নানারকম আয়োজন থাকবে। রোহিনি বেলানি, দিভিয়া রাম, জেস সানদো, আনুশকা, জ্যোতি শারমা, ভাষা মুখার্জি সহ আরও অনেক সেলিব্রেটি ব্রান্ড এম্বেসেডর ও মডেল ইভেন্টে থাকবেন।
ইভেন্টে কমিউনিটির সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করে বলা হয়, এটি একটি বিজনেস ও ফ্যামিলি ইভেন্ট। এতে সকল বয়সের দর্শক এই অনুষ্ঠান উপভোগ করবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই ইভেন্ট।