জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন, তারআগে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়। 

‘কোটা আন্দোলনের’ নেপথ্যে থেকে দেশদ্রোহী গুষ্টি, আন্তর্জাতিক মোড়লদের সহযোগিতায় মধ্যম আয়ের বাংলাদেশকে ধ্বংসের তলানিতে নিয়ে গেছে। গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি নিধন করছে। মামলা-হামলা আর হত্যায় বেপরোয়া প্রফেসর ড. ইউনুস এবং তার দোসর, জামাত এবং তাদের সমর্থকদের দ্বারা অসাংবিধানিক ভাবে জোরপূর্বক  বাংলাদেশ রাষ্ট্র দখল এবং  গত এক মাসেরও বেশি সময় ধরে লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা এবং অত্যাচার, অনাচারের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা একথা গুলো বলেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ পার্লামেন্টের সামনে শত শত প্রবাসী বাঙালিরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ ও  প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবিলম্বে দেশে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, মব জাস্টিস, অনাচার, অত্যাচার, গণ মামলা বন্ধের আহবান জানান এবং অবৈধ অর্ন্তবর্তীকালিন সরকারের পদত্যাগ দাবি করেন।
সভা শেষে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।