নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন (পাইলগাঁ ব্রজনাথ ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের বিরুদ্ধে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গঠিত তিন সদস্য তদন্ত কমিটি বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
প্রসঙ্গত গত ১ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। পরে বিক্ষোভকারীদের পক্ষে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিকী সহ কয়েকজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।যার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।