জগন্নাথপুর টাইমসশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন এক্সেল টিউটরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

লন্ডন এক্সেল টিউটরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ লেভেল, জিসিএসি ও সেটস পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। গত ৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টায় মালবারী গালর্স স্কুল হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিতি ছিলেন। এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. গ্রিস, কুইনমেরি ইউনিভার্সিটির শিক্ষক হাসান শহিদ, এক্সেল টিউটরের প্রিন্সিপাল জোনাথন ওমানি, ডেফোডিল প্রিপ্রারটরি স্কুলের এসিস্টেন্ট হেড টিচার স্টিপেন। এছাড়া বক্তব্য রাখেন এক্সেল টিউটরের অভিবাক হিমিকা আজাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক্সেল টিউটর গত ১৫ বছর ধরে সুনামের সাথে কমিনিটির সেবা করে যাচ্ছে। সময়পযোগী এবং অ্যাডুকেশনের ব্যাপারে তারা খুবই আন্তরিক। যার ফলে অল্প খরচে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। পাশাপাশি একে একে প্রতিষ্ঠানের শাখার সংখ্যা বেড়েই চলছে। তাদের এ ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে এটা প্রত্যাশা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।