জগন্নাথপুর টাইমসশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাদক্ষিণ উচ্চ বিদ্যালয়, দত্তরাইল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী ২০ অক্টোবর

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত লন্ডনে আগামী ২০ অক্টোবর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুর্নমিলনী অনুষ্ঠান।

গত ৯ সেপ্টেম্বর সোমবার লন্ডনের একটি হলে এই  সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি তছউর আলী এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরুর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান,সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহসভাপতি আজন উদ্দিন, সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদির, সহসভাপতি আবুল হাসনাত নাইস, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলু আহমেদ, অভ্যর্থনা সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান চাকলাদার, সহ অভ্যর্থনা সম্পাদক আব্দুল কাইয়ুম কানু, সদস্য হেলাল আহমেদ, সদস্য কিশোয়ার আনাম লিটন প্রমুখ।

সভায় অ্যাসোসিয়েশনের একটি প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর। গঠনতন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করার পর তা পরিবর্ধন ও পরিমার্জন করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তছউর আলী, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহসভাপতি আজন উদ্দিন, সহসভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সহসভাপতি আবুল হাসনাত নাইস, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানু, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম।

সভায় আগামী ২০ অক্টোবর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুর্নমিলনী অনুষ্ঠান এবং এজিএম অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার নিমিত্তে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন অ্যাসোসিয়েশন সভাপতি তছউর আলী, সহ সভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহসভাপতি আবুল হাসনাত নাইস, সহ সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, আপ্যায়ন সম্পাদক মিসবাহ উদ্দিন ও দপ্তর সম্পাদক সেলু আহমেদ। অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দরা। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।