মুহাম্মদ সালেহ আহমেদ :
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২০২৪-২০২৬ সালের ব্যবস্থাপনা কমিটির ২১ টি পদের নির্বাচনে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য গত ১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।
ব্যবস্থাপনা কমিটির ২১ টি পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন – সভাপতি পদে আলহাজ্ব আব্দুল সফিক, সহ-সভাপতির ৪টি পদে সাহেদ আহমদ, জাহিদুর রহমান, আবু আহমদ সরওয়ার, আল মামুনুর রশীদ হিলারি, সাধারণ সম্পাদক পদে দিলওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদকের ২ টি পদে আলী আহমেদ বেবুল ও মোহাম্মদ আকবর হোসেন রবিন, কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ পদে আতিক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কাউন্সিলর কবির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আসুক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ ইকবাল হোসেন, অফিস সম্পাদক পদে দেলওয়ার হোসেন, যুব ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ মুজিবুর রহমান, পরিচালকের ৫ টি পদে রহিম উদ্দিন, বদরুল ইসলাম সাহিদ, খায়রুল ইসলাম আলীম, নুরুজ্জামান ও আবু কাওসার।
রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ২২০ জুবিলি স্ট্রীটে নির্বাচন কমিশনের অফিসে সফিক- দিলওয়ার- জাকির এ্যালায়েন্সের ব্যবস্থাপনা কমিটির ২১ টি পদে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাসুদ আহমদ, শামসুল ইসলাম সেলিম ও কাউন্সিলর আব্দাল উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সভাপতি ও বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ট্রাস্টের বর্তমান সভাপতি রহিম উদ্দিন, অফিস সম্পাদক আমিনুর রহমান সেলিম ও একাউন্টেট মোয়াজ্জেম হোসেন।
মনোয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর। আগামী ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যা ছয়টায় সময় ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে ট্রাস্টের সকল সদস্যকে অংশগ্রহণের জন্য সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি