জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীগরের ঐতিহ্যবাহী স্বানামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণকান্ত দাসের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজ মিলনায়তনে সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ডিগ্রি কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণ কান্ত দাস।
কলেজের নতুন যোগদানকৃত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারী প্রভাষক আমিনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী অধ্যক্ষ প্রাণকান্ত দাস শুধু একজন অধ্যক্ষ নন, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাদেরও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে মূলত আজকের এই আয়োজন। প্রাণকান্ত স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না। স্যারের নীতি–আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ রঞ্জন দাস, মোঃ খসরুজ্জামন, অর্পণা ভট্রাচার্য, প্রভাষক মরিয়ম আক্তার , মোঃ সেলিম মোল্লা, সুমিত সেন, সুশান্ত দেবনাথ, মিতা রানী বৈদ্য, মাসুদ করিম, সুলাইমান হোসাইন খান, সুহেল আহমদ, মোঃ আতাউর রহমান, প্রভাকর চৌধুরী, আইসিটির প্রভাষক সালমা খাতুন, প্রদর্শক মোঃ আবু ছিদ্দিক, মোহাম্মাদ শহিদুল্লাহ্, শরীর চর্চা শিক্ষক আশরাফ আলী, প্রভাষক আমিরুল ইসলাম,রাজীব গুপ্ত, শিক্ষার্থী সালমান আহমদ, জুনেদ আহমদ ও ইলিয়াছ আলী প্রমুখ।