জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেতাদের ক্ষোভ

Jagannathpur Times Uk
অক্টোবর ১৫, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

রিয়াজ রহমান :

সাম্প্রতিক সময়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বাজারে প্রায় সব সবজির দামই ১০০ টাকার ওপরে। মুরগি ও মাছের দামেও নেই স্বস্তি।

বিক্রেতারা বলছেন, শুধু জগন্নাথপুরে নয়, উৎপাদন এলাকায়ও সবজির দাম চড়া। সবজির দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এরমধ্যে রয়েছে বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা ও ধুন্দল, পটল,মুলা। এসব সবজির দর ১০০ টাকার নিচে কোনোভাবেই নামছেই না। ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে, পেঁপে ও আলু।

শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও বাজারে সরবরাহ কম। বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, টমেটো ২৮০ টাকা, ধনিয়াপাতা ৫৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০থেকে ৩০ টাকা।সবজির দাম বাড়লে ও গত সপ্তাহের চেয়ে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দামও বেড়েছে।

মঙ্গলবার কাঁচামরিচ বিক্রি হচ্ছে মান ভেদে ৩৪০থেকে ৪০০টাকা দরে। জগন্নাথপুর পাইকারি কাঁচামাল আড়ৎ মালিকগন বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে গেছে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

জগন্নাথপুরপুর গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী আবুল হাসনাত বেলাল তার ফেইসবুক ফেইসএ ক্ষোভ প্রকাশ করে লিখেন সবজির বাজার তদারকির যেন কেউ নেই। এই আইনজীবী সহকারীরমত অনেক ক্রেতা বাজার তদারকির জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।