নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সদ্যনির্বাচিত কাউন্সিলরদের স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদ্য সমাপ্ত এই নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত তিন জন কাউন্সিলর বিপুল ভোটে জয়লাভ করেন। তারা হলেন- মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান অ্যাশ।
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সিইও লিন্ডি ডেইটজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠান অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত ও আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়।
কাউন্সিল চেম্বারে আয়োজিত ২০২৪-২৮ মেয়াদের কাউন্সিলের প্রথম সভায় সিইও লিন্ডি ডেইটজ নির্বাচিত ১৫ জন কাউন্সিলরদের শপথ পাঠ করান।
পরে কাউন্সিলরদের ভোটে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র পদে ডারসি লাউন্ড পরবর্তী দুইবছরের জন্য ও ডেপুটি মেয়র পদে ক্যারেন্ট হান্ট আগামী এক বছরের জন্য নির্বাচিত হন।
উপচেপড়া গ্যালারিতে নির্বাচিত তিন বাংলাদেশি কাউন্সিলদের অভিনন্দন জানাতে বিপুল সংখ্যক বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর বাংলাদেশি কাউন্সিলররা স্থানীয়দের সেবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।