জগন্নাথপুর টাইমসশনিবার , ১৯ অক্টোবর ২০২৪, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনেও ডেলিভারি রাইডাররা ঘণ্টার হিসাবে মজুরি পায়না

Jagannathpur Times Uk
অক্টোবর ১৯, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম আশরাফ :

ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আইডব্লিউজিবি বলেছে, ডেলিভারু এবং জাস্ট-ইট এর মতো কোম্পানি যেভাবে মজুরী দেয়, তার কারণেই বিপদজনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডারদের ।

লন্ডনেও ডেলিভারি রাইডাররা ঘণ্টার হিসাবে মজুরি পায়না, পায় প্রতি ডেলিভারি হিসাবে।

ফলে যত বেশী ডেলিভারি দেয়া যায় ততো বেশী উপার্জন সম্ভব। একারণেই বিপদজনক গতিতে অনেক ডেলিভারি রাইডার সাইকেল চালায়।

কিন্তু সাইকেল চালাতে গিয়ে আইন ভঙ্গ করা বিপদজনক হতে পারে।

সিটি অফ লন্ডন পুলিস এখন আইন ভঙ্গকারী ই-বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

দ্রুত গতিতে চালানোর উদ্দেশ্যে ই-বাইক মোডিফাই করা অপরাধ নয়, যদি তা ব্যাক্তি মালিকানাধীন জায়গায় চালানোর জন্য হয়ে থাকে। জনগণের ব্যবহারের রাস্তায় চালানোর জন্য ই-বাইক মোডিফাই করা বৈধ নয়।

জাস্ট ইট, দেলিভারু এবং উবার-ইটস বিবিসিকে জানিয়েছে, তাঁরা আইন ভঙ্গ করাকে সমর্থন করেনা, উৎসাহিতও করেনা। তাঁরা নিরাপদে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিপদজনকভাবে সাইকেল চালানোর অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।