মুহাম্মদ সালেহ আহমেদ :
বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী তারেক চৌধুরী মতবিনিময় সভা করেছেন। গত ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে বেডফোর্ড শেয়ারের বিগল্স ওয়েড শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সভায় বৃটেনে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং সভা পরিচালনা করেন হেলাল আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রবাসী প্রপার্টি বিজনেসের মালিক তারেক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ওয়েস্টমিনস্টার কাউন্সিলের বারবার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক শিক্ষক আজিজ আহমদ তকি, বৃটেনের লেবার পার্টির সিএলপি এবং বহুল আলোচিত আরাফাত নিউজ পত্রিকা ইউকের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেইন, আলীনগর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সেলিম চৌধুরী, আজিম আহমদ, জমির আলী, রেষ্টুরেন্ট মালিক সারওয়ার খান, ডন রাসেল খান, একরাম, খয়ের চৌধুরী প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন ফয়জুর রহমান খান, আজিজ আহম তকি, মোহাম্মদ আনোয়ার হোসেইন, শাহান চৌধুরী, সেলিম চৌধুরী, সারওয়ার খান, খয়ের চৌধুরী, লায়েক চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আলীনগর ইউনিয়নে রয়েছে সামাজিক রাজনৈতিক অর্থ নৈতিক উন্নয়নের উজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য। সেই ইতিহাস ঐতিহ্য বুকে লালন করে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মাঝে রয়েছে অকৃত্রিম ভালবাসা এবং উদার মন। তাঁরা সব সময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে অকৃপণ হস্তে বিলিয়ে দিচ্ছেন তাঁদের টাকা পয়সা জায়গা জমি। সেই ধারাবাহিকতা বুকে লালন করে তারেক চৌধুরী ও তাঁর পরবাসী জীবনে অবিরাম অবিরত মানবতার কল্যাণ সাধনে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে অকৃপণ হস্তে লক্ষ লক্ষ টাকা নিরবে দান সদকা করে যাচ্ছেন। এমনকি এলাকায় গরীব দুখী মেহনতী মানুষের সুখ দুঃখ বেদনা ভাগাভাগি করে সর্বদা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তি