জগন্নাথপুর টাইমসসোমবার , ২৮ অক্টোবর ২০২৪, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পথচারীকে ঘুষি মারায় লেবার পার্টির এমপি মাইক এইমসবারিকে দল থেকে বহিষ্কার

Jagannathpur Times Uk
অক্টোবর ২৮, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাশেম :

পথচারীকে ঘুষি মারার অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি মাইক এইমসবারিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পথচারীকে ঘুষি মারার অভিযোগে রবিবার (২৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, ৫৫ বছর বয়সী অভিযুক্ত আইনপ্রণেতার নাম মাইক এইমসবারি। তিনি উত্তর পশ্চিম ইংল্যান্ডের রুনকর্ন ও হেলসবি অঞ্চলের প্রতিনিধি।

ওই মুখপাত্র আরও বলেছেন, যেহেতু তদন্ত চলমান আছে, তাই এইমসবারির সদস্যপদ প্রশাসনিকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তকাজে পুলিশকে এইমসবারি সহায়তা করছেন বলেও জানান তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে অকস্মাৎ ঘুষি মেরে বসেন এইমসবারি। ওই ব্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পরেও ক্রমাগত আঘাত করে যান তিনি।

ধারণকৃত অপর এক ভিডিওতে ফ্রেমের বাইরের কারও উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায় এইমসবারিকে। তিনি বলছিলেন, ‘আর কোনওদিন এমপিকে হুমকি দেওয়ার দুঃসাহস করবে না।’

ঘুষি মারার ভিডিও ছড়িয়ে পড়ার আগেই, শনিবার এক বিবৃতি দিয়েছিলেন বরখাস্ত এমপি। তিনি বলেছিলেন, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে থাকাকালীন ওই পথচারী তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। বিপদের আশঙ্কাতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এইমসবারি দাবি করেন, ঘটনার বিষয়ে তিনি নিজে থেকেই পুলিশকে অবহিত করেছেন।

তিনি আরও বলেছেন, ‘জনসম্মুখে আমি আর কোনও মন্তব্য করব না। তবে বলে রাখছি, তদন্তকাজে আমি আন্তরিকভাবে সহায়তা করব।’

বহিষ্কৃত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চেয়ে এইমসবারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সংবাদকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি তিনি।

ছবি -সংগ্রহ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।