জগন্নাথপুর টাইমসবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেট কেয়ারার অর্গেনাইজেশনের ইসিকমিটির ১ম সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
ডিসেম্বর ১১, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

মাছুম জামান :

টাওয়ার হ্যামলেট কেয়ারার অর্গেনাইজেশনে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা হয়। এতে সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিন পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু।

সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম হেলাল, উপদেষ্টা গোলাম আব্বাস, নুরুন্ননবী, শাহজাহান খান, ট্রেজারার আব্দুর রউফ, সহ- সভাপতি হাফিজুর রহমান, আবুল কালাম, সহ-সম্পাদক মুক্তাদিজ্জামান, আনসার আহমেদ, সহ-ট্রেজারার বিলাল আহমেদ, এবিএম কাউছার।

সভায় সর্বসম্মতিক্রমে কেয়ারার ন্যায্য দাবী-দাওয়া নিয়ে টাউন হলে নির্বাহী মেয়র সাক্ষাৎ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সাক্ষাতের সময় এবং তারিখ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা একেএম হেলাল ও গোলাম আব্বাসকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া আগামী রমজান মাসে ইফতার মহফিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, কামালী, মোহাম্মদ তাহের, আকিব চৌধুরী, জাহিদুল ইসলাম, সোরাব হোসেন, মাহি উদ্দিন, নাহিম মিয়া, নাজমুল হক, আব্দুল মুমিত, আক্তার হোসেন, আলী আহমেদ ও দুলাল আহমদ প্রমুখ।

বিদায়ী সভাপতি আব্দুল মান্নান বলেন, তাকে পর পর দুই বার সভাপতি নির্বাচিত ও দায়িত্ব পালনে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।