শামীম আশরাফ :
মানবাধিকারনেত্রী অজন্তা দেব রায় বার্কিং এন্ড ডেগেনহামে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
তিনি লেবার পার্টির প্রার্থী হিসাবে জয়লাভ করেন।
গত ২৮ নভেম্বর ২০২৪, এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার প্রাপ্ত ভোট ৭৭৪টি। নিকটতম প্রতিদ্বন্ধী কনজাভেটিভ দলের বেন সুটারের চেয়ে ১৯৪ ভোট বেশি পেয়ে অজন্তা দেব রায় নির্বাচিত হন।
শ্বেতাঙ্গ অধ্যুষিত এ ওয়ার্ডে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৮জন।মানবাধিকারনেত্রী অজন্তা দেব রায় একই সঙ্গে মূলধারা রাজনীতিতে অভিষেক ও প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তার নির্বাচনী এলাকার নাম ‘ভিলেজ ওয়ার্ড’। একই ওয়ার্ডে উপনির্বাচনে দুজন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এই ওয়ার্ডে কাউন্সিালার লী ওয়েকার প্রয়াত হলে এবং মার্গারেট মুলেন এমপি নির্বাচিত হলে দুটি পদ শূন্য হয়। এতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অজন্তা দেব রায় লেবার পার্টি থেকে প্রার্থী হন।
এক দশক আগে অজন্তা দেব রায় লন্ডনে শিক্ষার্থী হিসাবে আগমণ করেন। লেখাপড়ার পাশাপাশি বিশ্বের দেশে দেশে এবং বাংলাদেশে মানবাধিকার লঙঘনের বিরুদ্ধে মানবাধিকারকর্মী হিসাবে সোচ্চার ভূমিকা পালন করে আর্ন্তজাতিক পর্যায়ে সুনাম কুড়ান।
অজন্তা দেব রায়ের বাংলাদেশে বাড়ি জগন্নাথপুর উপজেলায়। পিতা জোর্তিময়দেব রায় ও মাতা রমারানী দেব। সিলেটের মুরারী চাঁদ কলেজের কৃতী শিক্ষার্থী ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।
ভারতের বেঙ্গালুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং লন্ডনের ইউনির্ভাসিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ এবং লন্ডনের সোয়াস থেকে পলিটিক্স রাইটস এন্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
অজন্তা দেব রায় শুধু বিতার্কিক নয়, প্রথিতযশা আবৃত্তিশিল্পী, অভিনয়শিল্পী, সমাজসেবক, সংস্কৃতিকর্মী প্রজ্ঞাবতী ব্যক্তিত্ব।
সে এক পুত্র ও এক কন্যার জননী ।
অজন্তা দেব রায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিত রায় অপুর সহধর্মিণী।