জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ২০২৪-২৬ অর্থ বছরের নির্বাচন বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের জন্য করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
গত,১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। এর মধ্য দিয়ে এখন থেকে ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে নির্বাচিত কেন্দ্রীয় পরচিালনা পরিষদের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকলো না।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কার্যালয়ের সচিব মোঃ আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মোহাম্মদ আব্দুল হাই, জাকির হোসেন রনি ও মোঃ বজলুর রহমান বাদী হয়ে এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালে মামলাটি করেন।
গত ১০ ডিসেম্বর এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালে মামলার শুনানি হয়। মামলার শুনানিতে সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে অংশ গ্রহণ করেন ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ শুনানি শেষে বিজ্ঞ ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে।