নিজস্ব প্রতিবেদক, সিলেট :
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ” বৃহত্তর শাহারপাড়া সমিতি, সিলেট” – এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শহরের আম্বরখানায় অবস্থিত হোটেল পলাশ এর হল রুমে।
বৃহত্তর শাহারপাড়া সমিতি, সিলেট” – এর সহ-সভাপতি মো জাকারিয়া কামালীর সভাপতিত্বে ও সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়ার সঞ্চালনায় মুফতি জিয়াউর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একে একে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, হোটেল পলাশের স্বত্বাধিকারী শেখ হারুন, লুৎফুর রহমান কামালী, আব্দুল কাইয়ুম কামালী (লুলু) ।
আরো বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: রাশেদুল হক কামালী, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ কামালী প্রমুখ।
উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক ফুয়াদুর রহমান কামালী সিহাব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, প্রচার সম্পাদক মো: বদরুল ইসলাম, সমিতির অন্যতম সদস্য মোছাদ্দেক আহমদ, তাজুদ কামালী ,শিমু আহমদ ও সৈয়দ হাম্মাদ আলী।
সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত ও জীবিত মুক্তিযোদ্ধাদের কল্যাণ কামনা করে মওলানা ছালেহ আহমদের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।