মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্কঃ :
অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অসাধারণ ফলাফল অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা। মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ বছর তাসমানিয়া সরকারের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৪’ এওয়ার্ডের গৌরব অর্জন করেছেন।
তাসমানিয়ার অন্যতম বিলাসবহুল হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্কিলস অ্যান্ড ট্রেনিং মন্ত্রী ফেলিক্স এলিস এমপি গাজী ইউশার হাতে এ সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসমানিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপকবৃন্দ, পার্লামেন্ট অফিসার, এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা।
এ সাফল্যের মুহূর্তে গাজী ইউশার পাশে ছিলেন তার গর্বিত পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গাজী মো. ওয়ালি উল হক এবং তার মা বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. যাকিয়া সুমি সেতু। তারা তাসমানিয়ার সম্মানিত অতিথিদের কাছ থেকে উষ্ণ প্রশংসা কুড়িয়েছেন।
ইউশার ছোট বোন, যিনি একই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত, পরিবারটির এই গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখছেন।
উল্লেখ্য, ভাই-বোন দুজনই অস্ট্রেলিয়া সরকারের স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন, যা তাদের প্রতিভার আরেকটি উল্লেখযোগ্য স্বীকৃতি এবং এই অনুষ্ঠানে ইউশা স্টুডেন্ট অ্যাম্বাসেডর এওয়ার্ডও লাভ করেন।
১৮ ডিসেম্বর তাসমানিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাসমানিয়ার গভর্নর মহামান্য বারবারা বেকারের উপস্থিতিতে ইউশা ‘রোল অব এক্সসেলেন্স’ এওয়ার্ড অর্জন করেন।