জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

দেশের কল্যাণ কামনা করে লন্ডনে নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার ও দোয়া সম্পন্ন

Jagannathpur Times Uk
এপ্রিল ১১, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমদ :

লন্ডনে গেল কয়েক বছর যাবত ব্রিটেনে বসবাসরত প্রবাসী নবীগঞ্জ বাসীর একে অন্যের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিচ্ছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে।
তারি ধারাবাহিকতায় এরমজানে হয়ে গেল দেশের কল্যাণ কামনা করে ইফতার মাহফিল ও আলোচনা সম্পন্ন হয়েছে ।

সোমবার( ১০ এপ্রিল ২০২৩) বিকেলে ইষ্টলন্ডনের একটি রেষ্টুরেন্টে ‘‘নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে’’, আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তালিম চৌধুরীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের (কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন) সিলেট সরকারী কলেজের সাবেক ভিপি কাউন্সিলর ইকবাল হোসেইন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেণ্ট প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, ব্যারিষ্টার মাহমুদুল হক প্রমুখ ।

আলোচনা পর্বে বক্তারা বলেন দলমত নির্বিশেষে সর্বস্থরের প্রবাসী নবীগঞ্জবাসীদের নিয়ে গড়ে উঠা নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে ইফতার মাহফিলের মাধ্যমে প্রতিবছর প্রবাসী উপজেলাবাসীদের মিলিত হওয়ার সুযোগ করে দিচ্ছে, যা নিসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এধারা যেন অব্যাহত রেখে সুন্দর পথে নবীগন্জের যুক্তরাজ্য প্রবাসীরা কমিউনিটি ও দেশে কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারে এই আশা ব্যক্ত করেন বক্তারা।

আলোচনায় অংশ নেন সংগঠনের ট্রেজারার আব্দুল মোহিত, সিনিয়র ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফারছু মিয়া ও বাবুল আহমদ চৌধুরী প্রমুখ।

ইফতার মাহফিলে মাওলানা হাসান নূরী চৌধুরী সংগঠনের সম্বৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।