জগন্নাথপুর টাইমসরবিবার , ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে বাংলাদেশি শিক্ষার্থী শিমুর এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল

Jagannathpur Times Uk
ডিসেম্বর ২২, ২০২৪ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ ,
জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্কঃ

দুবাই মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল করে দেশ ও প্রবাসীদের জন্য সম্মান বয়ে এনেছেন রাবিয়া সুলতানা (শিমু) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম রাউজান উত্তর গোজরা ইউনিয়নে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুবাই ট্রেড সেন্টারের জাবিল হলে ইউনিভারসিটির পক্ষ থেকে তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তবে এ ইউনিভার্সিটি থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল কারীদের মধ্যে এক্সিলেন্ট (আরবিতে ইমতিয়াজ) প্রথম সারির ১২ জনের মধ্যে সে একজন।

শিমু অল্প বয়সে তার বাবাকে হারান। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রাবিয়া সুলতানা (শিমু)’র বাবা নুরুল আবছার বেঁচে থাকলে হয়তো কতোই না খুশি হতেন তিনি। এদিকে শিমুর চমৎকার ফলাফল অর্জনে তাকে অ্যাওয়ার্ড প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিমুর পরিবার।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের  সহধর্মিনী।

ছবি ও তথ্য – মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।