জগন্নাথপুর টাইমস ডেস্ক :
সিলেটের ইসলামী চিন্তাবিদ প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রাহ.-এর বর্ণাঢ্য জীবন সংগ্রামের স্মৃতি কথা, হারিয়ে যাওয়া স্মৃতি জাগিয়ে তোলার জন্য স্মারকগ্রন্থ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রাহ.-এর জীবনাদর্শ যুগ যুগ মুসলিম উম্মাহকে পথ দেখাবে। হকের পথে রাহনুমায়ী করবে। তাই প্রিন্সিপাল রহ.’র জীবন ও কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং তাঁর সান্নিধ্যপ্রাপ্তদের আবেগময় স্মৃতিচারণ, অভিব্যক্তি, আত্মোপলব্ধির বর্ণনা নিয়ে একটি ‘স্মারকগ্রন্থ’ রচনার জন্য গত ২৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার বিকাল ৩টায় সিলেট শহর-এর হোটেল ফরচুন গার্ডেন-এ জামেয়া মাদানিয়ার আবনা, ফুযালা ও মুহিব্বীনদের নিয়ে এক মতবিনিময় সভায়
ব্যাপক আলোচনা শেষে মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জীকে আহবায়ক
এবং মাওলানা সামিউর রহমান মুসাকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রিন্সিপাল রহ.-এর স্মৃতিময় জীবন সংগ্রাম দেশ-বিদেশে মুসলিমদের কাছে পৌঁছে দিতে ‘স্মারকগ্রন্থ’ রচনার সাহসী উদ্যোগকে সবাই স্বাগত জানান।
সংবাদ বিজ্ঞপ্তি