জগন্নাথপুর টাইমসশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি নাসির নির্বাচিত

Jagannathpur Times Uk
জানুয়ারি ৩, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইয়ামিন আহমদ আদিল, সিলেট থেকে :

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিয়ে সংগঠনের সাধারণ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সামিউল আলম। এ সময় নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ফলাফল অনুযায়ী দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৪৫ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার, বাংলানিউজটুয়েন্টিফোরডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন। তার প্রাপ্ত ভোট ৮৭। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ পেয়েছেন ২৪ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ডেইলি সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রবি কিরন সিংহ (মাইস্লাম রাজেশ) পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬১ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার পেয়েছেন ৩৬ ভোট আর দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা পেয়েছেন ১৩ ভোট।

সদস্য পদে নির্বাচিত ৪ হলেন (ক্রমানুসারে) দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল, প্রাপ্ত ভোট ৮২), দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ (পুনঃনির্বাচিত, প্রাপ্ত ভোট ৭৬), দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ (প্রাপ্ত ভোট ৭১) ও দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল, প্রাপ্ত ভোট ৬৯।

অপর দুই প্রার্থীর মধ্যে দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন পেয়েছেন ৩৫ ভোট আর দৈনিক একাত্তরের কথার চিফ ফটো জার্নালিস্ট মো মোহিদ হোসেন পেয়েছেন ২৭ ভোট।

এবারের নির্বাচনে ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ৮ জন। তারা হলেন, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো আলী আকবর চৌধুরী কোহিনূর।
মোট ভোটার ১১৯ জন। এরমধ্যে ১১১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ফলাফল ঘোষণাকালে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং কার্যকরী কমিটির অন্যরা সহ সাধারণ ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।