জগন্নাথপুর টাইমসরবিবার , ৫ জানুয়ারি ২০২৫, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

চলন্তিকার সুবর্ণজয়ন্তী : চিত্তাকর্ষক অনুষ্ঠান

Jagannathpur Times Uk
জানুয়ারি ৫, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

চলন্তিকার সুবর্ণজয়ন্তী : চিত্তাকর্ষক অনুষ্ঠান
পুলিন রায় :

চলন্তিকা প্রিন্টার্স-এর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে অনিন্দ্য অনুষ্ঠান উপহার দেয়ার জন্য এর কর্ণধার শ্রী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়সহ সিংহবাড়ির সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। চন্দনদার নিখুঁত পরিকল্পনায় জমজমাট এক উৎসব উদযাপন করলাম। অসংখ্য গুণীর সম্মিলনে প্রাণজ আবহে নিকট অতীতে এরকম জমজমাট উৎসব উপভোগ করিনি।

চলন্তিকা প্রিন্টার্স-এর সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি। সম্পূর্ণ ব্যতিক্রমী এই আয়োজনে ছিলো কথা, গান, নৃত্য, ফুলপরাগের ছড়াছড়ি ও সম্মাননা প্রদান। ছিলো নাস্তা এবং ডিনারের সুব্যবস্থা। সবচে বড় বিষয় ছিলো উপস্থিত সকলের আন্তরিক আবেগের বিমুগ্ধ বহিঃপ্রকাশ। আমার মনে হয় আমার মতোই প্রতি-প্রত্যেকে দারুণ উপভোগ করেছেন মত মাতানো নানা অনুষঙ্গের পরিবেশনা।

আমাদের আদরের ভাতিজি পূজা ও তার মা, মানে আমাদের প্রিয় বৌদির অসাধারণ সঙ্গীত পরিবেশনা এবং তাদের সাথে চন্দনদার মাইকহাতে সঙ্গত দান আমাদেরকে অভিভূত করেছে। আমরা যারা একসাথে বসেছিলাম, মানে– ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক-গবেষক-প্রাবন্ধিক ড. ভীষ্মদেব চৌধুরী, দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আহমেদ নূর, বিশিষ্ট কবি-গবেষক নৃপেন্দ্রলাল দাশ, বিশিষ্ট আইনজীবী সিলেট জেলা বারের সাবেক সভাপতি এ ইউ শহীদুল শাহিন, বিশিষ্ট কবি-লোকসংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ ও সমাজসেবী রামানুজ রায়– সবাই আপনাদের পারিবারিক পরিবেশনাসহ অন্যান্য বিষয়ে নানাকথার ফুলঝুরি ছড়াচ্ছিলাম।

অনুষ্ঠানটি রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবী, আইনজীবী, ব্যাংকার, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক জগতে লোকজনের উপস্থিততে এক মিলনমেলায় পরিণত হয়েছিলো। শিক্ষক-কবি সঞ্জয় নাথ সঞ্জু ও শাশ্বতী পাল সোমার নান্দনিক উপস্থাপনায় উপস্থিত ছিলেন জননন্দিত জনপ্রতিনিধি সিসিক-এর সাবেক নন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজ চন্দ্রনাথানন্দজী, বিশিষ্ট লেখক-প্রাবন্ধিক রফিকুর রহমান লজু, লেখক-গবেষক নন্দলাল শর্মা, বিশিষ্ট কবি এ কে শেরাম, গল্পকার জামান মাহবুব, লেখক লেখক মিহিরকান্তি চৌধুরী, শিক্ষাবিদ গ. ক. ম আলমগীর, বরেণ্য শিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য্য এবং সিলেট বিবেক ও সিলেটবমহালয়া উদযাপন পরিষদের কর্মকর্তা-সদস্যসহ আরো অসংখ্য গুণীজনের পদচারণা ও সাহচর্যে অনুষ্ঠানটি হয়ে উঠেছিলো দারুণ প্রাণবন্ত। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের চমৎকার সব পরিবেশনা ছিলো চিত্তাকর্ষক ও আনন্দসঞ্চারী।

চলন্তিকা প্রিন্টার্স-এর ৫০ পূর্তি উপলক্ষ্যে অচিরেই প্রকাশিতব্য গ্রন্থ ‘চলন্তিকা’র রিভিউ উপস্থাপন করেন ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ্। এতে চলন্তিকা প্রিন্টার্সের গৌরবের ৫০ বছর ও সিলেট শহরের মুদ্রণইতিহাস সম্পর্কে গুণীজনের স্মৃতিচারণমূলক লেখা সম্বলিত একটি ঐতিহাসিক দলিল পাওয়া যাবে বলে প্রতীতি জন্মেছে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের পদস্পর্শে ধন্য শ্রীহট্টের ঐতিহ্যবাহী সিংহবাড়ির কীর্তিমান মানুষদের সযত্ন আয়োজন ও সিলেট নগরীসহ ঢাকার অন্যান্য পরিজনের মানসিক আন্তরিক সাপোর্ট ও সহায়তা এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়ের স্বপ্ন-সাধনার প্রচেষ্টায় চলন্তিকা প্রিন্টার্স-এর ৫০ পূর্তি উপলক্ষ্যে নতুন বছরের ০৩ জানুয়ারির এই অনুষ্ঠানটি আমাদের মনের মুকুরে চির অম্লান হয়ে থাকবেই থাকবে। চন্দনদাসহ অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের সানন্দ অভিবাদন ও গভীর কৃতজ্ঞতা

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।