নিজস্ব প্রতিবেদক, সিলেট :
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদকে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি ) সকালে বিয়ানীবাজার উপজেলায় দারুস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে আজাদ চৌধুরী একাডেমিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসিএ একাডেমির প্রতিষ্ঠাতা আজাদ চৌধুরী এমবিইর সভাপতিত্বে ও মাস্টার আব্দুল হানিফের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী ও জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সাহেদ আহমদ চৌধুরী, জাতীয় তরুণ সংঘ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আবুল কাসেম, আব্দুল মুনিম লিলু, মাওলানা মাহতাবুর রহমান খা, জুবায়ের আহমদ, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করনে মোয়াজ এম আবেদীন। সভায় সংবর্ধিত অতিথি ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি