জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

Jagannathpur Times Uk
জানুয়ারি ১০, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

জগন্নাথপুরের সৈয়দপুরে  সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে ।

বৃহস্পতিবার  (৯ জানুয়ারি ২০২৫) সকাল ১১ ঘটিকার সময় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার এঁর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ হুসেইন আহমদ এর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণীর ছাত্র আরিফুল হক।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন ব্যারিস্টার সাইফুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহন করেন সৈয়দপুরের আলোকিত ব্যক্তিত্ব সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা রাজিয়া নসর মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম প্রতিষ্টাতা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দা খাদিজা দীনা।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হাসান মাসরুর ও  মিসেস শাহেলা জান্নাত।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রক্তন ছাত্র তরুণ ছড়াকার যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ হিলাল সাইফ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সৈয়দ শেফুল আমীন, সৈয়দ মনোয়ার মিয়া।

উপস্থিত ছিলেন সৈয়দপুর ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান সহ মাদ্রাসার সকল প্রভাষক শিক্ষক মহোদয়গণ।উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

উপস্থিত ছিলেন সৈয়দপুর গ্রামের মুরুব্বি মল্লিক ফখরুল ইসলাম, মো সিরাজুল ইসলাম নানু, শব্বির সিকদার, কবি সৈয়দ আজমল, সাংবাদিক রেজোয়ান কোরেশী সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক সহ অনেকেই।

উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সৈয়দপুর ফাজিল মাদরাসা এবং সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রী এবং বর্তমান শিক্ষার্থীরা।

সৈয়দা রাজিয়া নসর সৈয়দপুরের একজন মহিয়ষী নারী।সৈয়দপুরের ঐতিহ্যবাহী হাকিম বাড়ির সৈয়দ আবদাল হুসেন এঁর কন্যা এবং সৈয়দপুরের আরেক সম্ভ্রান্ত পরিবার সৈয়দপুর বড়মৌলভী সাহেবের বাড়ির বিশিষ্ট ব্যাংকার ও ইসলামিক স্কলার সৈয়দ আবু নসর সাহেবের সহধর্মিণী। ২০২২ সালের ৫ই ফেব্রুয়ারী তিনি দুনিয়ার জীবন সমাপ্ত করে চির নিদ্রায় শায়িত হন।তাঁর ইন্তেকালের পর পরিবারের পক্ষ থেকে মরহুমার ছেলেমেয়েরা মায়ের নামে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব করেন।এই মহতী উদ্যোগকে স্বগত জানিয়ে পরিচালনা কমিটির সভায় পাস হয়।

বৃত্তির ধরণ:-প্রতি বছর এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম ০৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে।সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পাস করা মেধা তালিকায় প্রথম ০৫ জনকে জনপ্রতি নগদ ১০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়। ২০২২ সাল থেকে শুরু হওয়া এটা আমাদের তৃতীয় মেধাবৃত্তি অনুষ্টান।

সৈয়দপুরের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে এবছর সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় আরেকটি মেধা বৃত্তি চালু করেন সৈয়দ আবু নসর ও সৈয়দা রাজিয়া নসর পরিবারের কৃতি সন্তানেরা “সৈয়দ আবু নসর মেধা বৃত্তি ” ।সৈয়দপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় প্রথম ৫জন এবং আলিম পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম ০৫জন মোট ১০ জন শিক্ষার্থীর হাতে নগদ দশহাজার টাকা করে মোট ১০০,০০০/ (একলক্ষ টাকা) এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।