জগন্নাথপুর টাইমসরবিবার , ১২ জানুয়ারি ২০২৫, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে সৌদিআরব প্রবাসী আব্দুল গফুর নিহত

Jagannathpur Times Uk
জানুয়ারি ১২, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল গফুর (৪৫) নামের এক সৌদিআরব প্রবাসী নিহত হয়েছেন। এঘটনায় মহিলা সহ উভয় পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউপির আতাসন গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফুর একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে।

নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। গত দেড় মাস আগে দেশে এসেছেন, আরো এক দেড় মাস দেশে ছুটি কাটিয়ে সৌদি আরব ফেরার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম গৌরিপুর ইউপির আতাসন গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুর গংদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শনিবার (১১ জানুয়ারি) উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের এক পর্যায়ে প্রবাসী আব্দুল গফুর সহ ১৩জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুরকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।