আব্দুর রহিম, ঢাকা থেকে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে “জাপান কালচারাল ডে” অনুষ্ঠিত।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের আয়োজনে দিনব্যাপী “জাপান কালচারাল ডে” অনুষ্ঠিত হয়।
জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগটি বর্ষব্যাপী প্রায় ৩০টি ইভেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
বর্ষব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের পাবলিক রিলেশন এন্ড কালচারাল সেকশনের প্রধান কেন কমিনে ‘গেস্ট অব অনার’ এবং ইকেবানা ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট মিজ কাজুয়ো হোসোমি যোহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজনটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সভাপতি ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের প্রভাষক আনিকা বেগম।
উদ্বোধনী দিনে ইনস্টিটিটের অডিটোরিয়াম, নিচতলা এবং নবনির্মিত জাপানি ফ্লোরে (৪র্থ তলা) ইকেবানা, ওরিগামি, কিমোনো প্রদর্শনী, চা-উৎসবসহ মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শতশত শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিবৃন্দের সমাগমে আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণ উৎসবমূখর হয়ে উঠে।
আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং আয়োজকগণ বাংলাদেশ-জাপান সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে, এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আরো উদ্বুদ্ধ করার উপর জোর দেন।