জগন্নাথপুর টাইমসবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন বাংলা স্কুলের চ্যারেটি ডিনার সম্পন্ন

Jagannathpur Times Uk
জানুয়ারি ১৫, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম ঃ

প্রবাসীদের ভালোবাসায় উজ্জ্বল হলো লন্ডন বাংলা স্কুলের চ্যারেটি ডিনার অনুষ্ঠান  ।

গত ১৩ জানুয়ারি, সোমবার, লন্ডন বাংলা স্কুলের চ্যারেটি ডিনার ও নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের দ্যা ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে আয়োজিত এই ইভেন্টে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ইভেন্টটির মূল উদ্দেশ্য ছিল লন্ডন বাংলা স্কুলের উন্নয়ন কাজের জন্য তহবিল সংগ্রহ করা এবং কমিউনিটির মধ্যে সম্পর্ক এবং সহযোগিতার পরিবেশ তৈরি করা। ইভেন্টের সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে এবং লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান।

ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়মা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তালহা রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ইভেন্টের প্রথম পর্বে লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের পরিচিতি এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা ছিলেন, আনোয়ার শাহজাহান, মোহাম্মদ জাকারিয়া, মো নুরুল ইসলাম, ছালেহ আহমদ, তারেক রহমান ছানু, রায়হান উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল বাছিত, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মুফিজুর রহমান চৌধুরী একলিল, মো: কবির আহমদ, মোহাম্মদ আব্দুল বাছিত, মোহাম্মদ সুলতান আহমদ, মুহিবুল হক, নজরুল ইসলাম, সোহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শামীম আহমদ, মোহাম্মদ মোস্তাক আহমদ হেলাল, আমির হোসেন এবং সুহেল আহমদ। এর পর লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচিতি এবং সার্টিফিকেট প্রদান এবং চিলড্রেন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমানকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান এবং লন্ডন বাংলা স্কুলের শিক্ষকদের সার্টিফিকেট প্রদান করা হয়। এর পর গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি এবং নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু এবং সায়মা ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লন্ডন বাংলা স্কুলের ১২ জন আজীবন দাতা সদস্যদের সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলে আনোয়ার শাহজাহান (ঢাকাদক্ষিণ), মোহাম্মদ জাকারিয়া (গোলাপগঞ্জ সদর), সাইফুল ইসলাম (লক্ষনাবন্দ), আব্দুল বাছিত (লক্ষিপাশা), তছউর আলী (লক্ষনাবন্দ), নজরুল ইসলাম (বুধবারীবাজার), সুহেল আহমদ (লক্ষনাবন্দ), মাসুক আহমদ (পশ্চিম আমুড়া), সোহেল আহমদ চৌধুরী (পশ্চিম আমুড়া), জাহেদুর রহমান (নালবহর, বিয়ানীবাজার), তারেক উদ্দিন দৌলা (লক্ষনাবন্দ) এবং মতিউর রহমান মতিন (শরিফগঞ্জ)।

এর পর চ্যারেটি ইভেন্টের ১০টি স্পন্সরকে ক্রেস্ট প্রদান করা হয়। স্পন্সর প্রতিষ্ঠানগুলো হলো: তায়িবা ট্রাভেল এন্ড ট্যুরস, ইউরো মটরস, ভিনটেজ এক্সিডেন্ট ম্যানেজমেন্ট, স্পাইস হাট (কর্মাশিয়াল রোড), এম কিউ সলিসিটরস, আপটাউন রিকোভারি, ওয়েস্ট গেইট সলিসিটরস, আইবি ডব্লিউ সলিসিটরস, প্রোটো মটরস এবং ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে গোলাপগঞ্জ হাউজের পার্মানেন্ট ডোনার মেম্বারদের ক্রেস্ট প্রদান করা হয়।যারা ক্রেস্ট গ্রহণ করেন তারা হলেন: ছালেহ আহমদ (বুধবারীবাজার), মোহাম্মদ সুলতান আহমদ (ভাদেশ্বর), দেলওয়ার আহমদ সাহান (ঢাকাদক্ষিণ), মতিউর রহমান মতিন (শরিফগঞ্জ), কবির আহমদ (লক্ষনাবন্দ), ফয়ছল আহমদ চৌধুরী (লক্ষিপাশা), মোস্তাক আহমদ হেলাল (লক্ষনাবন্দ) এবং হাজী আবুল কালাম (লক্ষনাবন্দ)।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারকিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, সাংবা‌দিক মোখলেসুর রহমান চৌধুরী, কাউন্সিলর ড. আব্দুল আজিজ তকি, কাউন্সিলর ও বিশিষ্ট লেখক ইমরান আহমদ চৌধুরী।

এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সভাপতি ইমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম, আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক নাহিন মাহমুদ, বিস্টল সিটি কাউন্সিলর সাবেক মেয়র ফারুক চৌধুরী, বাংলাদেশ সেন্টারের চীফ ট্রেজারার শিব্বির আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক ট্রেজারার আব্দুস সামাদ, মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি আব্দুল লতিফ নিজাম, ভাদেশ্বর উন্নয়ন সংস্থার সভাপতি মকবুল আহমদ, আবজল হোসেন, ইকবাল আহমদ চৌধুরী, জামালুর রহমান, লন্ডন বাংলা স্কুলের দাতা সদস্য জাহিদুর রহমান, কমিউনিটি সংগঠক আকমল হোসেন, দেলোয়ার হোসেন লেবু, সলিসিটর শাহজাহান সিরাজ, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক আমিমুল আহছান তানিম, প্রফেসর মিছবাহ উদ্দিন আহমদ, ইসা খলিল, আমির খসরু, রাবেয়া জামান জোসনা, মুহিবুস শুভ সামাদ, দেলওয়ার হোসেন, তারেক উদ্দিন দৌলা, সুলতান হায়দার জসিম, আকমল হোসেন, সাংবাদিক মাহমুদুর রহমান শানুর, সাংবাদিক আব্দুল মমিন মিন্টু, সোশ্যাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, রুজি বেগম, নাসরিন শাহজাহান, শিল্পী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ট্রাস্টের ইসি ও বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও সালেহ আহমদ, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রেজারার সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন, কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারি মো: কবির আহমদ, ইয়ুথ সেক্রেটারি ওলি আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল বাছিত, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ সুলতান আহমদ, নজরুল ইসলাম, বোর্ড মেম্বার রোমান আহমদ চৌধুরী, সাব্বির আহমদ সাহেদ, মাহমুদুর রহমান শানুর, মাহবুব হোসেন চৌধুরী, মামুনুর রশিদ মাসুম, সিদ্দিকুর রহমান ওলি ওয়াদুদ প্রমুখ।

পরে ট্রাস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার শাহজাহানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানের সঞ্চালক সায়মা ইসলামকে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সেই সাথে লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহানকে আরেকটি ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও র‍্যাফেল ড্র এর লটারির মাধ্যমে ৮ জনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম পুরস্কার পান কমিউনিটি সংগঠক মো তাজুল ইসলাম। রাফেল ড্র পরিচালনা করেন মো: কবির আহমদ, নজরুল ইসলাম এবং সুহেল আহমদ। এছাড়াও টিম স্মার্ট সিলেটি এর মাকসুদ চৌধুরী, আব্দুল জলিল এবং আব্দুল সেলিম এর বিনোদন সকলে প্রসংশা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া এবং ট্রেজারার সাইফুল ইসলাম। তারা লন্ডন বাংলা স্কুলের চ্যারেটি ডিনারে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।