জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো বশির উদ্দিন ফাউন্ডেশন

Jagannathpur Times Uk
জানুয়ারি ২৫, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সূনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২১ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো বশির উদ্দিন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায়  সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃআমিনুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক মো. মোস্তাহার মিয়া মোস্তাক’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ২১ জন হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ১ হাজার করে ২১ হাজার টাকা সহায়তা প্রদান করেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী, ছাবিহা বেগম,ফাহিম উদ্দিন, আবুল ফয়েজ,শওকত আলী,সামছুন নূর সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  মোঃছফির উদ্দিন বলেন, আমি গ্রামের খেটে খাওয়া কৃষক পরিবারের সন্তান। আমি এই প্রতিষ্ঠানের  সাবেক ছাত্র ছিলাম।আমি আমার পরিবারের সবাই মিলে মানুষের সেবায় কিছু করতে চাই। প্রাথমিক অবস্থায় তোমাদের একুশ জন শিক্ষার্থীকে এক হাজার  করে টাকা  প্রতি মাসে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আগামীতে আরও বাড়ানোর চেষ্টা করব।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।