জগন্নাথপুর টাইমসশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

এমওটি টেস্ট সেন্টার পুনরায় চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জাআবুল কাসেম :

পপলারের বাসিন্দাদের জন্য এমওটি টেস্ট সেন্টার পুনরায় চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ।

যেসব গাড়ির মালিকদের চিন্তা থাকে যে তাদের বার্ষিক এমওটি টেস্টের ফলে একটি ব্যয়বহুল, কিন্তু অপ্রয়োজনীয় মেরামতের তালিকা তৈরি হতে পারে, তাদের জন্য পপলারে সম্প্রতি পুনরায় চালু হওয়া এমওটি টেস্ট সেন্টারের খবরটা স্বস্তিদায়ক হতে পারে। পপলারের সিলভোসিয়া ওয়ে রাস্তায় অবস্থিত এমওটি টেস্ট স্টেশনটি কাউন্সিল সরাসরি পরিচালনা করবেন।

পাঁচ বছর বন্ধ থাকার পর সেন্টারটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। কাউন্সিলের যানবাহন বহরের বার্ষিক টেস্ট পরিচালনার পাশাপাশি, এই সেন্টার টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ীদের মালিকানাধীন গাড়ি এবং হালকা বাণিজ্যিক যানবাহনের জন্যও এমওটি টেস্ট সেবা প্রদান করবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট ইমার্জেন্সি বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর শাফি আহমেদ বলেন, “যেসব বাসিন্দার নির্ভরযোগ্য গ্যারেজ নেই যেখানে তারা তাদের এমওটি করাতে পারেন, তারা চিন্তিত হতে পারেন এমন গ্যারেজের কারণে, যেটি লাভের জন্য অপ্রয়োজনীয় মেরামতের তালিকা উপস্থাপন করতে পারে। পপলারে আমাদের নতুন টেস্ট সেন্টার সরাসরি এমওটি সেবা প্রদান করে। যেহেতু আমরা নিজেরা মেরামত করি না, তাই লাভের কোনো উদ্দেশ্য নেই এবং বাসিন্দারা অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল মেরামতের তালিকা পাওয়ার ঝুঁকির মুখে পড়বে না।

কাউন্সিলর শাফি আহমেদ আরও বলেন, “আমরা বাসিন্দাদের মানসিক শান্তি দিতে চাই, নিশ্চিত করতে চাই যে তাদের গাড়ি নিরাপদ এবং আইনত সড়ক চলাচলের উপযোগী, এবং পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তাদের ওপর যেন অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সেটাই আমরা নিশ্চিত করতে চাই।এমওটি টেস্ট সেন্টারের স্লট সংখ্যা সীমিত এবং বাসিন্দাদের তাড়াতাড়ি তাদের স্লট বুক করতে উৎসাহিত করা হচ্ছে। নিচের লিঙ্কে ক্লিক করে সহজেই আপনার স্লট বুক করতে পারেন। আপনার এমওটি টেস্ট বুক করুন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।