ইয়ামিন আহমেদ আদিল, হরিপুর, (জগন্নাথপুর) থেকে :
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হরিপুর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২.০২.২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ খেলার ফলাফল হলো স্কোর শ্রীরামসি ফুটবল ক্লাব ১, জহিরপুর ফুটবল ক্লাব -০।
উদ্ভোধনী খেলায় উপস্থিত ছিলেন- ক্রীড়ানুরাগী সাহাব উদ্দিন আহমদ, ৮নং আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ক্রীড়াবিদ আলাউদ্দিন আহমদ , ক্রীড়ানুরাগী চান মিয়া, ফুরমত মিয়া, মনফর মিয়া, জালাল উদ্দিন, রুনু মিয়া, কওছর আলী, তাজ আলী, আজাদ আলী, লিটন মিয়া, সালেহ উদ্দিন, মামুন আহমদ, শাহান আলী, রুহেল মিয়া সহ গ্রামের আরও অনেক মুরুব্বিয়ান, যুবক, তরুণ ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
হরিপুর ফুটবল ক্লাব এর আয়োজনে এ খেলার শুরুতে আয়োজকবৃন্দ বলেন- খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর চর্চা নয়। যুব সমাজের অবক্ষয়রোধে অন্য ভূমিকা পালন করে। বিশেষ করে একটি সুন্দর সমাজ গঠনে এরকম ফুটবল টুনামেন্টের আয়োজন করা দেশ জাতি সমাজের জন্য মঙ্গলজনক।
এ খেলার আয়োজনে বিশেষ সহযোগিতা করার জন্য এলাকার প্রবাসী ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এবং দেশে গ্রামের সহ যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকবৃন্দ ।