নিজস্ব প্রতিবেদক, সিলেট :
সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল-এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সুকর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। কিছু ভালো বা সৎ লোক আছেন বলেই সমাজ এখনও সুন্দরভাবে চলছে। এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল একজন সৎ ও ন্যায়নিষ্ট আইনজীবী হয়ে প্রখ্যাত আইনজীবীদের পদাঙ্ক অনুসরণ করে ভালো কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন এবং সুকর্মের জন্য সকলের ভালোবাসা অর্জন করবেন বলে আশা করি।
এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সিলেট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সাবেক মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা ও লেখাপাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি পুলিন রায়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য, কবিকণ্ঠ সিলেটের মুখ্য নির্বাহী লেখক বাবুল আহমদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ মো: নিয়াজ উদ্দীন।
গীতিকবি হরিপদ চন্দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার।
অন্যান্যের মধ্যে আলোচনা ও লেখা পাঠে অংশ নেন কবি অঞ্জন কুমার পাল, কবি সুপ্রিয় ব্যানার্জি শান্ত, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ ও অভিনয় সরকার প্রমুখ।
বিজ্ঞপ্তি।