জগন্নাথপুর টাইমসবুধবার , ১২ এপ্রিল ২০২৩, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনের ফরম জমা দিলেন আওয়ামীলীগের ১০জন

Jagannathpur Times BD
এপ্রিল ১২, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ,
নিজস্ব প্রতিনিধি :

আগামী ২৫ মে ২০২৩ ইং, বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় ফরম জমা দিলেন আওয়ামী লীগের ১০জন নেতা।

এদিকে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা ঢাকায় যোগাযোগ শুরু করেছেন।

বুধবার (১২ এপ্রিল ২০২৩) মনোনয়ন পাওয়ার জন্য দলীয় ফরম সংগ্রহ ও জমার শেষ দিন ছিল। শেষ দিনে ওই নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ১০জন নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানা গিয়েছে ।

বাংলাদেশ আওয়ামীলীগ এর সমর্থনে নৌকা প্রতীক পেতে যাঁরা ফরম জমা দিয়েছেন তাঁরা হলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ, সিরাজুল হক, হারুন রাশীদ, মিন্টু রঞ্জন ধর,  উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ ও জমা দেওয়ার দিন ঠিক করা হয়। সর্বশেষ সময়ে ১২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম জমা দেন। এখন দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।
অপেক্ষায় আছেন কেন্দ্র থেকে কে পাচ্ছেন নৌকা প্রতীক।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।