মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন – ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার ইকবাল হোসেন।
রোববার (৯ ফ্রেব্রুয়ারি ) কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ চেরাগ আলী।
এ সভায় বিগত টার্মের কার্যক্রমের উপর রিপোর্ট পেশ করেন সাবেক সভাপতি ও সেক্রেটারি। সংগঠনের কার্য্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন সাবেক ট্রেজারার আব্দুস সালাম।
আর্তমানবতার কল্যাণে কাজ করে যাওয়া এ সংগঠনটি বিগত দিনগুলোতে নানাবিধ জনকল্যান মূলক কাজের পাশাপাশি বিলেতের স্থানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখা মানুষদের মূল্যায়ন করে আসছে উল্লেখ করে সাবেক সভাপতি ও সেক্রেটারী এর ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির সকলের প্রতি আহ্ববান জানান।
বিলেতের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের সদস্যদের সরব উপস্থিতিতে সৌহার্দপূর্ণ এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান কুটি ফাউন্ডিং সভাপতি সাঈদুর রহমান রেনু, এডভাইজারী বোর্ডের প্রসিডেন্ট এম মান্নান।
বক্তারা সংগঠনের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের ভূঁয়সী প্রসংশা করে সম্প্রতি সংগঠনের কয়েকজন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন। পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন কেমডেনের মেয়র সমতা খাতুন ও বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম।
সংক্ষিপ্ত বক্তব্য কেমডেনের মেয়র সমতা খাতুন বলেন, স্থানীয় কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রমসহ দেশের বিভিন্ন আর্তসামাজিক কার্যকলাপে এ সংগঠনটি চমৎকার ভূমিকা রাখছে। স্থানীয়ভাবে যেকোনো কার্যক্রমে আমার সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিসিএস সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম বলেন, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদের সকল সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে এ সংগঠনকে এগিয়ে নিতে তিনি আহ্বান জানান।
দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার এম এ মুনিম নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার ইকবাল হোসেন সাচ্চুর নাম ঘোষণা করেন।
সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগীতা নিয়ে সংঘঠনের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন কমিটির সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারার। ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির বাকি সদস্যদের নাম আগামী ইসি মিটিং এ ঘোষণা করা হবে বলে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি