জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জ-জগন্নাথপুর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মুফতি আজির উদ্দিন

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম আমেরিকা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আজির উদ্দিন৷
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা জমিয়তের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি  প্রার্থীতা ঘোষণা করেন৷

এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, যুব জমিয়তের সভাপতি মাওলানা গাজী আবুল কালাম, যুগ্ম সম্পাদক মাওনা আতিকুল হক, হাফিজ আব্দুর রকিব, হাফিজ গিয়াস উদ্দিন, মাওলানা শামসুদ্দিন, সিরাজুল হক ও আতিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রার্থীতা ঘোষণা করে মুফতি আজির উদ্দিন বলেন, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের কার্যক্রম সারা বাংলাদেশের তুলনায় একটি পরিচিত ও মডেল আসনে রূপান্তরিত হয়েছে। এই আসনে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীগণ মহান জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করেছেন। আপনারা বিভিন্ন মাধ্যমে লক্ষ করেছেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী হতে ইচ্ছুক। উপস্থিত সবার সামনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিচ্ছি। যদি আমার প্রিয় দল জমিয়ত থেকে আমাকে সুযোগ দেওয়া হয় আমি দলমত নির্বিশেষে সকলের সুপরামর্শে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো বলে আশাবাদ ব্যাক্ত করছি।

তিনি আরও বলেন, আমি আমেরিকার বাসিন্দা হয়েও বিভিন্ন ভাবে অবহেলিত ও অধিকার বঞ্চিত সুনামগঞ্জ বাসীর খেদমত করে আসছি। আগামীতে দল যদি আমাকে মূল্যায়ন করে নির্বাচনের সুযোগ দেয় তাহলে এই অবহেলিত সুনামগঞ্জ-৩ আসনকে আরো উন্নয়ন করতে আমি সদা সর্বদা সচেষ্ট থাকবো। আমি যদি নির্বাচিত হই সুনামগঞ্জ-৩ আসনকে একটি মডেল ও আধুনিক আসনে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।