জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

২০ ফেব্রুয়ারি দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম আশরাফ,

জগন্নাথপুর টাইমস ডেস্ক : সাংবাদিকরা কমিউনিটির সুখ-দুঃখ, হাসি-কান্না সুদিন-দুর্দিনে পাশে থাকলেও তাদের সম্মান জানাতে প্রাতিষ্ঠানিক বা কোনো সাংগঠনিক ভাবে কেউ কোনো উদ্যোগ কেউ নেননি।প্রকৃত সাংবাদিকদের ব্যক্তিত্ববোধ এমনি যে, তারা কোনো প্রতিষ্ঠানের কাছে পদক প্রাপ্তির আশায় আবেদন করবেন না ! আবেদন করে কোনো কিছু নেয়া একজন নীতিবান সাংবাদিকের জন্য মর্যাদার নয়। তাই তারা কখনো মানবিক সম্মানের বাহিরে কারো কাছে কিছু প্রত্যাশা করেন না। আমাদের এই অগ্রজদের আমরা সম্মান জানাতে “ দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস”-এর সূচনা করেছি। আগামী ২০ ফেব্রুয়ারি রমফোর্ডের মে-ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে তৃতীয় ‘দ্যা সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস ২০২৫।আমরা সাংবাদিকরা এক পরিবারের সদস্য এবং ব্যক্তিগত ভাবে আমি মনে করি, সম্মান প্রাপ্তিটা নিজেদের ঘর থেকেই শুরু হোক। সেই শ্রদ্ধার জায়গা থেকেই এই উদ্যোগ।সাংবাদিক ও কলামিস্ট দ্যা সানরাইজ টুডে’র সম্পাদক এনাম চৌধুরী সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ব্রিটেনের প্রথম বাইলাঙ্গুয়াল (বাংলা-ইংরেজী) অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা সানরাইজ টুডে’র তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে আয়োজিত প্রেসব্রিফিংয়ের বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এনাম চৌধুরী জানান, অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ইনভাইটেড অনলি এবং আগ্রহীহন নিউজের নিচে দেয়া লিংকয়ে
event.thesunrisetoday.com/registration ব্যক্তিগত, গ্রুপ এবং ফুল টেবিল বুক এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।

সানরাইজ’র চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইএম ,অ্যাওয়ার্ডস ইভেন্টস হোস্ট ডক্টর জাকির খানের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বখত ফারুক , গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাপ্তাহিক জনমত এর এসিস্টেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমেদ, সানরাইজ স্পেকট্রাম রেডিওর সম্পাদক সাংবাদিক মিসবাহ জামাল, অ্যাওয়ার্ডস টাইটেল স্পন্সর ইউরো ফুড্স গ্রুপ ইউকের বিজনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভ শাহ আসাদ আলী,চ্যারিটি পার্টনার হিউম্যান আপিল এর ফান্ডরাইজিং কো-অর্ডিনেটর ওভাইস মুঘল।লন্ডন-বাংলা প্রেসক্লাব মিলনাতনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইউরো ফুডস গ্রুপ এর ডিজাইনার ইকবাল হোসাইন,সানরাইজ’র নির্বাহী সম্পাদক নুমান আহমেদ, সিনিয়র রিপোর্টার হাসনাত চৌধুরী, সিনিয়র রিপোর্টার ফজলু মিয়া,ইভেন্ট চিফ ফটোগ্রাফার খালিদ হোসাইন, ফটোগ্রাফার ফারহান রাশিদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃদ্ধ !সানরাইজ’র চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইএম বলেন, যারা সবচেয়ে বেশি নিঃস্বার্থভাবে কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন তারা হলেন সাংবাদিক।আমরা সাংবাদিকদের সম্মাননা জানাতে উদ্যোগ নিয়েছি কারণ এটি তাদের অধিকার।তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দ্বায়িত্ব। সানরাইজ টুডে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে বড় কিছু করার স্বপ্ন দেখে। আমরা ধীর ভাবে এগিয়ে যেতে হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কমিউনিটিতে নীরবে কাজ করতে চাই।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।