মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস :
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কমিউনিটির নিরাপত্তায় ৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ এবং নতুন অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্স চালু করেছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার নতুন অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্স চালু করেছে, যা হচ্ছে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে একটি সম্মিলিত কমিউনিটি নিরাপত্তা মডেল, যেখানে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা (টিএইচইও বা থিও) পুলিশের সাথে একযোগে কাজ করবে।
জানাগেছে- কমিউনিটি নিরাপত্তায় ৮ মিলিয়ন বিনিয়োগ লন্ডনের অন্য যেকোনো বারার তুলনায় সর্বাধিক। এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা তিন গুণ বাড়িয়ে ৬৪ জনকে নিয়োগ। কাউন্সিলের অর্থায়নে নিয়োগকৃত ২৬ জন পুলিশ অফিসারের সাথে কাজ করবে এনফোর্সমেন্ট টিম। অফিসাররা নতুন অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে সম্মিলিতভাবে কাজ করবে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন এই অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্স এর কার্যক্রম উদ্বোধন করা হয়। ২০২২ সাল থেকে এ পর্যন্ত টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট খাতে এরই মধ্যে ৪ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে কাউন্সিল এবং ২০২৬ সালের মধ্যে আরও ৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে। কমিউনিটির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে ৮ মিলিয়ন পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে।
থিও অর্থাৎ টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসাররা বর্তমানে তাদের ১৫ বছর পূর্তি উদযাপন করছেন এবং ২০২২ সাল থেকে তাদের সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। বর্তমানে ৫৪ জন অফিসার কাজ করছেন এবং আরও ১০ জন নিয়োগ করা হচ্ছে, যার ফলে থিওদের মোট সংখ্যা হবে ৬৪ জন।
নতুন ৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগে গড়ে তোলা অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে থিওরা কাউন্সিলের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তারা রাস্তায় টহল দেন, অপরাধ ও অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) মোকাবিলা করেন এবং কমিউনিটিকে নিরাপত্তার আশ্বাস দেন।
থিওদের কাজের ফলশ্রম্নতিতে অর্জনগুলোর মধ্যে রয়েছে : ২০২২ সালের এপ্রিল থেকে কাউন্সিলের অর্থায়নে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার দ্বারা ৪১৫টি গ্রেপ্তার। ২০২৪ সালে ২৯ হাজার ৫০০ ঘণ্টার টহল। ইউনিফর্ম পরিহিত থিওদের টহলের সংখ্যা ২০২৪ সালের ডিসেম্বরে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৩% বৃদ্ধি। অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার এর জন্য নির্ধারিত জরিমানার সংখ্যা ৯৬% বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে মোট ২,৩৫৭টি জরিমানা ইস্যু। নতুন অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্সের লক্ষ্য হচ্ছে, টাওয়ার হ্যামলেটস জুড়ে দৃশ্যমান এনফোর্সমেন্ট উপস্থিতি বৃদ্ধি করা, অপরাধ ও সমাজ বিরোধী আচরণ জনিত কার্যকলাপ (এএসবি) মোকাবিলা করা এবং জনগণকে আরো আশ্বস্ত করা। এছাড়াও এর অন্তর্ভুক্ত রয়েছেঃ
একটি নতুন ডগ স্কোয়াড টহল দল, যারা টিএইচইও বা থিও-দের সঙ্গে যুক্ত হয়ে পার্ক, উন্মুক্ত স্থান এবং আবাসিক এলাকায় অস্ত্র ও মাদকের তল্লাশি চালাবে। তারা যানবাহন পরীক্ষা করবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ ঠেকাতেও ভূমিকা রাখবে।
৮৯৫,০০০ পাউন্ড ব্যয়ে কাউন্সিলের সিসিটিভি কন্ট্রোল রুম আধুনিকীকরণ করা হয়েছে, যেখানে ৪২টি ক্যামেরা একসঙ্গে পর্যবেক্ষণ করা সম্ভব এমন উন্নতমানের এলইডি ভিডিও ওয়াল স্থাপন করা হয়েছে। এছাড়া, রাস্তার ৩৫০টি ক্যামেরা ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে। ২০২২ সাল থেকে, কাউন্সিলের সিসিটিভি অপারেটরদের তৎপরতায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪১ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “অনেক কাউন্সিল যেখানে অপরাধ দমনের বাজেট কমিয়ে দিচ্ছে, সেখানে আমরা ৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি, যা লন্ডনের অন্য যেকোনো কাউন্সিলের চেয়ে অনেক বেশি। আমরা দেখাচ্ছি, কিভাবে স্থানীয় কর্তৃপক্ষ যথাযথ বিনিয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা একটি নতুন অ্যান্টি-ক্রাইম টাস্কফোর্স চালু করছি, যা পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে এবং পুরো বারা জুড়ে দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করবে। এটি অপরাধ এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে। টাওয়ার হ্যামলেটসকে সবার জন্য নিরাপদ করা আমার এবং আমার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এই লক্ষ্যে যথেষ্ট বিনিয়োগ করছি।”
মেয়র বলেন, “জনগণের অংশগ্রহণ আমাদের নিরাপত্তা কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। প্রতিটি ওয়ার্ডে নারীদের নিরাপত্তা পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে, পাশাপাশি একটি এনগেজমেন্ট বাসের মাধ্যমে বাইক ও ফোন চুরির মতো সবচেয়ে বেশি সংঘটিত অপরাধগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। আমাদের মোবাইল ভ্যান সাপ্তাহিকভাবে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়, যা বাসিন্দাদেরকে তাদের স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে, যাতে তারা সমস্যা জানাতে ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন।”
অ্যান্টি-ক্রাইম টাস্ক ফোর্সের পাশাপাশি, তিনটি সার্ভিস বা পরিষেবা অপরাধ ও সমাজ বিরোধী আচরণ হ্রাসের জন্য আরও কার্যকরভাবে কাজ করবে। এই তিনটি সার্ভিস হলো: নয়েজ প্রোটেকশন টিম, পরিবেশগত অপরাধ প্রয়োগকারী দল (এনভায়রনমেন্টাল ক্রাইম এনফোর্সমেন্ট টিম এবং কাউন্সিলের অর্থায়নে অর্থায়নে নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসারগণ।
এই সার্ভিসগুলোর মধ্যে ১৬ জন বিশেষায়িত এএসবি তদন্তকারী অফিসার রয়েছেন যারা বাসিন্দাদের উদ্বেগ নিরসনে কাজ করবেন। এছাড়াও, কাউন্সিল ২০২৫ সালের গ্রীষ্ম থেকে একটি ‘আউট অফ আওয়ার্স’ বাধ্যতামূলক শব্দ নিয়ন্ত্রণ সেবা বা নয়েজ সার্ভিস চালু করবে।
উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের ব্যস্ততম স্থান গুলোর মধ্যে একটি। স্পিটালফিল্ডস, টাওয়ার অব লন্ডন, ব্রিক লেন, ভিক্টোরিয়া পার্ক এবং ক্যানারি ওয়ার্ফের মত গন্তব্য গুলোর মাধ্যমে দেশের সর্বাধিক দর্শনার্থীর স্থান গুলোর মধ্যে একটি হচ্ছে এই টাওয়ার হ্যামলেটস্। এটি দেশের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক উৎপাদন কেন্দ্রও, যেখানে ৩,০০,০০০ মানুষ কর্মরত।
টাওয়ার হ্যামলেটসে অপরাধ মোকাবেলা করতে কাউন্সিল এবং পুলিশ একযোগে কাজ করছে, ২০২৪/২৫ সালের সাম্প্রতিক স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী যৌথ প্রচেষ্টার মাধ্যমে যেসকল ক্ষেত্রে অপরাধের হার কমেছে, তার মধ্যে রয়েছেঃ হিংস্রতা ২১% কমেছে, নাইফ ক্রাইম অর্থাৎ ছুরি/চাকু সম্পর্কিত অপরাধ ৮% কমেছে, ছিনতাই ১১% কমেছে, চুরি ৫% কমেছে, গাড়ি অপরাধ ৩% কমেছে।