জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ও সুনামগঞ্জে থেকে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ :

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।  মঙ্গলবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এই পণ্য জব্দ করে।

বিজিবি জানায়,  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, পান্থুমাই ও সোনারহাট বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, শাড়ি, কসমেটিক্স, কফি, চিনি, ফুচকা, পটাশ সার, শুটকি, চকলেট, জিরা ও মদ জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও সুপারি জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও পশুর মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালানরোধে বিজিবির এরকম অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।