জগন্নাথপুর টাইমসবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বিতরণ

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্কঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে দি জগন্নাথপুর ইসলামি সোসাইটি ইউকে ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট এর উদ্যোগে শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর ইসলামী সোসাইটি সিলেটের চেয়ারম্যান ও শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার মো. আবু তাহিদের সভাপতিত্বে ও শাহ জালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল জলিল।

বিশেষ অতিথির বক্তব্য দেন- দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ছাত্রকল্যাণ সম্পাদক আবুল হোসেন, ইমাম বুখারী ইন্সটিটিউট লন্ডনের প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম, দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম কামালী, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক জামাল উদ্দিন বেলাল, শিক্ষিকা লিনা খানম, শিক্ষক রিপন ঘোপ প্রমুখ।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে, সাফা আহমেদ তানিসা ও তাসফিয়া আঞ্জুম রাইসা। পরে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।

গত বছরের ১২ ডিসেম্বর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬৬জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৩০ জন পাশ করে। গত ১১ ফেব্রুয়ারি  ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।