জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

প্রফেসর সৈয়দ মুহাদ্দিস ও প্রফেসর শামসুন নাহারের সম্মানে লন্ডনে প্রীতিসভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

শিক্ষাবিদ, প্রফেসর সৈয়দ মুহাদ্দিস আহমদ ও তাঁর সহধর্মিনী শিক্ষাবিদ অধ্যাপক শামসুন নাহার শিরীন এর সম্মানে সৈয়দপুর যুব কল‍্যাণ পরিষদ লন্ডনের উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক প্রভাষক  জিয়াউল সৈয়দ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জামিলের উপস্থাপনায় পূর্ব লন্ডনের পিউর চা রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পবিত্র কোরান তেলায়াত করেন সৈয়দ সুহেব আহমদ।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন – সলিসিটর সৈয়দ শাহীন, রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম, শেখ আবুল নুর, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, কবি দিলু নাসের, কবি ও রাজনীতিবিদ মাসুক ইবনে আনিস, সৈয়দ আসকির, সৈয়দ জামান নাসের, সৈয়দ সাহেদ আহমদ, পীর কতুব উদ্দিন বখতিয়ার, সাদিক কোরেশী, সংগঠনের সাবেক সভাপতি মোস্তাকুজ্জামান খোকন, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ আশফাক, প্রভাষক সাজিদুর রহমান, ছড়াকার হিলাল সাইফ, সাবেক কোষাধ্যক্ষ শেখ রেজুওয়ান, সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ প্রভাষক সৈয়দ মামুন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নাইম ও মাওলানা রিয়াজ, মাহবুবুর রহমান কোরেশী, কোষাধ্যক্ষ সৈয়দ সুমন আহমদ, সৈয়দ আরিফ আহমেদ, সৈয়দ নাইম, সৈয়দ হামজা, সৈয়দ আমির হামজা ও সৈয়দ ইয়ামিন প্রমুখ ।

বিলেতে দীর্ঘদিন পর এই সুপ্রিয় শিক্ষক দম্পতিকে পেয়ে এ প্রীতি মতবিনিময় সভায় পরিচিত, স্বজন, আপনজন ও শিক্ষানুরাগীরা একটি আনন্দময় সন্ধ্যা উপভোগ করেন।

মতবিনিময় সভায় বক্তারা সংবর্ধিত শিক্ষক দম্পতির আলোকিত কর্মময় জীবন আলোচনা করেন।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিল্প, সাহিত্য,  রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বর্তমান পরিস্থিতি সম্পকর্কে সংবর্ধিত অতিথিদের কাছ থেকে জানতে চান।

বক্তারা আরো বলেন- প্রবাসে আমরা যারা বাংলাদেশী আছি, আমরা চাই দেশ ভাল থাকুক, শান্তিতে থাকুক। বাংলাদেশ সবসময় এগিয়ে যাক উন্নতির দিকে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।