জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটসে ঋণ বিষয়ক এডভাইজ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে সার্ভে শুরু

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশী কমিউনিটির জন্য একটি ঋণবিষয়ক এডভাইস ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সার্ভে শুরু করেছে ‘ডেবট টক ব্রিটবাংলা’ নামে একটি সংগঠন ।

এই সংগঠনের লক্ষ্য হচ্ছে, যদি সার্ভেতে অধিকাংশ মানুষ টাওয়ার হ্যামলেটসে একটি ডেট (ঋণ) এডভাইস সেন্টার প্রতিষ্ঠার পক্ষে মতামত দেন তাহলে সরকারের শীর্ষ পর্যায়ে এই দাবী উত্থাপন করা হবে। যদি ডেট এডভাইস সেন্টার প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাংলাদেশী কমিউনিটির মানুষ এখান থেকে পরামর্শ নিয়ে নিজেদের ঋণমুক্ত করতে পারবেন।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সার্ভের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ‘ডেবট টক ব্রিটবাংলা’র উদ্যোক্তা রিপন শামসুল ।
তিনি বলেন, আমি একজন বৃটিশ বাংলাদেশী । পূর্ব লন্ডনের ওয়াপিংয়ে আমরা বসবাস । আমি ১২ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে কোয়ালিফাইড ডেবট এডভাইজর বা ঋণ বিষয়ক পরামর্শ দাতা হিসেবে চাকরি করে আসছি । স্থানীয়ভাবে পূর্ব লন্ডনের টয়নবি হল এবং ব্রোমলি বাই বো সেন্টারে কাজ করেছি , কাজ করেছি জাতীয়ভাবেও। বর্তমানে সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো ওয়েস্ট লন্ডনে ঋণ বিষয়ক পরামর্শদাতাদের প্রধান হিসেবে কাজ করছি ।

তাছাড়া কোভিড পরবর্তী সময়ে “কোভিট ক্রাইসিস : দ্যা ব্রিট বাংলা রেসপন্স” নামে আমি একটি বই প্রকাশ করেছি। আমার দীর্ঘ চাকরি জীবনে একটি বিষয় লক্ষ্য করে আসছি । বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৭ লাখ বাংলাদেশী বসবাস করেন । এর মধ্যে প্রায় ১ লাখ বাস করেন টাওয়ার হ্যামলেটসে । এখানকার বাংলাদেশীরা বিভিন্ন জটিল ঋণ সমস্যায় ভুগছেন । ঋণের বোঝা মাথায় নিয়ে অনেকে চরম দুশিচন্তার মধ্যে দিনাতিপাত করছে । অথচ এ দেশে সরকারিভাবেই বিভিন্ন সহায়তা স্কীম রয়েছে । ডেবট ব্যবস্থাপনা আছে । ঋণ যত বড়ই হোক- সেটা পরিশোধের সুন্দর পদ্ধতি আছে। কিন্তু আমাদের বাংলাদেশী কমিউনিটি এ ব্যাপারে মোটেও ওয়াকেফহল নন।
তাই আমাদের কমিউনিটির মানুষের কথা চিন্তা করে আমি ভাবছি, আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টাওয়ার হ্যামলেটসে সরকারি অর্থায়নে শুধু বাংলাদেশীদের জন্য কি একটি ডেবট এডভাইস ও অর্থ বিষয়ক শিক্ষা সেন্টার চালু করতে পারি। কমিউনিটির মানুষ চাইলে এটা সম্ভব । আমি ইতোমধ্যে ‘ডেবট টক ব্রিটবাংলা’ নামে একটি সার্ভে বা জরিপ কার্যক্রম শুরু করেছি । বাংলাদেশী কমিউনিটির অনুভূতি এবং চিন্তাভাবনা বোঝার জন্য এই জরিপ পরিচালিত হবে । ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই জরিপ আগামী এপ্রিল পর্যন্ত চলবে ।

আমাদের নির্ধারিত ফরম পুরন করে অথবা ওয়েবসাইট  http://www.yourdoctordebt.com ভিজিট করে যেকেউ জরিপে অংশগ্রহণ করতে পারবেন।
সার্ভের প্রশ্নোগুলো খুবই সহজ । “পূর্ব লন্ডনে বাংলাদেশী কমিউনিটির জন্য একটি ঋণ বিষয়ক পরামর্শ এবং আর্থিক শিক্ষা সেবা সেন্টার’ প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে কিনা এই প্রশ্নের উত্তর দেবেন । যদি বেশি সংখ্যক মানুষ এই প্রশ্নে ‘হ্যা’ বলে মতামত দেন তাহলে টাওয়ার হ্যামলেটসে একটি ডেবট এডভাইজ সেন্টার প্রতিষ্ঠার জন্য সরকারের যথাযথ পর্যায়ে আইনগতভাবে দাবী তুলতে পারবো।
তিনি বলেন, আমি আশা করি কমিউনিটির মানুষ এই সার্ভেতে অংশগ্রহণ করবেন । যদি আমরা ইতিবাচক মতামত পাই, তাহলে ভবিষ্যতে সম্ভবত টাওয়ার হ্যামলেটসে একটি ডেট এডভাইস ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবো এবং ঋণগ্রস্থ বাংলাদেশীরা এই সেন্টার থেকে যথাযথ পরামর্শ গ্রহণ করে ঋণমুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।