নিজস্ব প্রতিবেদক, সিলেট :
পবিত্র রামাদ্বানে নিজেকে পরিশুদ্ধ করার উত্তম সময়- বৃহত্তর শাহারপাড়া সমিতি, সিলেটের ইফতারপূর্ব আলোচনায় বক্তারা একথাগুলো বলেন ।
বৃহত্তর শাহারপাড়া সমিতি, সিলেট”- এর উদ্যোগে আয়োজিত ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ মার্চ ২০২৫) সিলেটের অভিজাত হোটেল পলাশের হলরুমে বৃহত্তর শাহারপাড়া সমিতি, সিলেটের সভাপতি মো: আতাউর রহমান কামালীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোকন মিয়ার পরিচালনায় ইফতারপূর্ব মাহে রমজানের আলোচনা অনুষ্ঠিত হয় ।
মাওলানা জাহিদ কামালীর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহতি মাহফিলের সূচনা হয়।
আলোচনা পর্বে বক্তারা আরো বলেন- পবিত্র মাস হচ্ছে এ রোজার মাস। আর এ রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া জন্য। নিজেকে পরিশুদ্ধ করার উত্তম সময় এই রোজা মাস। তাই প্রত্যেক মুসলমানেই এ রোজা মাসে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি কামনায় এই মূল্যবান সময়টুকু ব্যয় করেন। মহান আল্লাহ তায়ালা সবাইকে সেই তৌফিক দান করুন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগন্জ সমিতি, সিলেট এর সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী , জগন্নাথপুর সমিতি, সিলেট এর সভাপতি বশর মিয়া ও এহিয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো রাশেদুল হক কামালী।
উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সদস্য শেখ হারুন, আব্দুল বারী, আশিকুল হক কামালী(খলকু), আব্দুল কাইয়ুম কামালী(লুলু) ও লুৎফুর রহমান কামালী ।
আরো উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সৈয়দ মোজাক্কির আলী, লন্ডন প্রবাসী হিরা মিয়া কামালী , আব্দুল করিম কামালী।
সমিতির কার্যকরী কমিটি থেকে উপস্থিত ছিলেন- জাকারিয়া কামালী, সিহাব কামালী, সাহেদ মিয়া, মোছাদ্দেক আহমদ, সৈয়দ মনোয়ার আলী, সুজাত কামালী, হাফিজ মাহবুবুর রহমান, সৈয়দ মদছ্ছির আলী, বদরুল ইসলাম, সৈয়দ হাম্মাদ আলী, লিমন কামালী, সিমু আহমেদ, সানুর মিয়া, সৈয়দ ইউনুস আলী, কাউছার কামালী, রাহি উদ্দিন কামালী, সাদি কামালী , ফারদিন কামালী ও সৈয়দ নাছিম আলী প্রমুখ ।