জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
মার্চ ১৩, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাছুম জামান,

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (এমডিসি) বহুধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছে। গত ১১ মার্চ মঙ্গলবার লুটন শহরের এক রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের করা হয়। এতে দুই শতাধিক অতিথি অংশ নেন। যা সম্প্রীতি ও মানবতার এক অনন্য উদাহারণ তৈরি করেছে।

অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। যা যৌথভাবে পরিচালনা করেন সৈয়দ রুয়াজ আহমেদ ও মাওলানা বশির আহমদ (জালালাবাদ মসজিদ)।

এতে এমডিসি-এর সভাপতি ওলি খান এমবিই স্বাগত বক্তব্যে সংগঠনের ১৯ বছরের সেবামূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাজ্যে প্রায় ২,৫০,০০০ মৌলভীবাজারের মানুষ বসবাস করেন। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। আমাদের মূলমন্ত্র হলো-রমজানে কেউ অভুক্ত থাকবে না।’ দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিভেনেজ কাউন্সিলের মেয়র জিম ব্রাউন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে এমডিসি যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্টিভেনেজ কাউন্সিলর ও সাবেক মেয়র মাইলা আর্সেনো, সাবেক মেয়র তাহের খান (লুটন কাউন্সিল), সাবেক কাউন্সিলর ইরাক চৌধুরী, কাউন্সিলর আজিজুল আম্বিয়া (লুটন বরো কাউন্সিল), বিসিএ-এর প্রধান কোষাধ্যক্ষ টিপু রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, সরুক মিয়া, মালিক উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলী আকলাক, আল আরাফা টিভির সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন, বিসিএ-এর এনইসি জামজাম রশিদ, পেটেপ-এর সিইও সাহেদ উদ্দিন ও এমডি সাবাহ বশির। এসময় বিশিষ্ট কণ্ঠশিল্পী রুবায়াত জাহান, প্রবীণ কমিউনিটি লিডার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবসেবার ব্রত নিয়ে এমডিসি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে।

সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য দরিদ্র পরিবারকে রিকশা প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ, শীতার্ত মানুষের জন্য হাজারো কম্বল বিতরণ, অসুস্থদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা, কোভিড-১৯ চলাকালীন এনএইচএস স্টাফ ও গৃহহীনদের সহায়তা, বাংলাদেশে বিভিন্ন দাতব্য প্রকল্পে অর্থ সহায়তা, বিশেষভাবে, রমজান খাদ্য বিতরণ কর্মসূচি এমডিসি-এর অন্যতম প্রধান উদ্যোগ। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা হাজারো পরিবারের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়। এই পর্যন্ত লক্ষাধিক মানুষকে সহায়তা করা হয়েছে।

এতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন, এস. আর. চৌধুরী লকনু, মহাসচিব, কমরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক, সৈয়দ শামীম ইসলাম, কোষাধ্যক্ষ, সৈয়দ রুয়াজ আহমেদ, সাহেদ কোরেশি, মোহাম্মদ আলী, জুবের আহমেদ, লুৎফুর রহমান, লিমন মাহবুব, সৈয়দ আবুল হোসেন, সাদ উদ্দিন সিদ্দিকী, সেলিম খান, সৈয়দ ফুল মিয়া, রুকন আহমেদ, আব্দুর রহিম এবং আরও অনেকে, সেলিম আহমদ, সৈয়দ সামাদ আলী, ফজলুর রহমান, আলী আসরাফ, লিটন আহমদ, ইকবাল আহমদ, আব্দুল আলীম, রুকন আহমদ, আপেল আহমদ, সাংবাদিক আজিজুল আম্বিয়া, জাহাঙ্গীর আহমদ, কবি কাজল রশিদ, মুমিন চৌধুরী, দেওয়ান মনজুর আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।