জগন্নাথপুর টাইমসরবিবার , ১৬ মার্চ ২০২৫, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ইফতার সম্পন্ন

Jagannathpur Times Uk
মার্চ ১৬, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ হাফিজুর রহমান, প্যারিস থেকে :

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) প্যারিসের মেট্টো হোসের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ইফতার পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমএ তাহের, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী ,সলিডারিটিতে আজি ফ্রন্সের প্রেসিডেন্ট নয়ন এনকে, আইছা প্রো প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ, লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া,এস এ গ্রুপের চেয়ারম্যান সাব্বির আলম, ফ্রান্সের বিএনপির সাবেক সহ সভাপতি এম এ রহিম, ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ, সাংবাদিক লুৎফুর রহমান বাবু,জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আব্দুল কুদ্দুস।

প্রেসক্লাবের সহ সভাপতি শিব্বির আহমদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম ,ফ্রান্স বিএনপির যুব বিষয়ক সম্পাদক এম এ মালেক , বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার ,জাকারিয়া আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ব্যাপক ভূমিকা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে; যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে।এজন্য সাংবাদিকতায় নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের কার্যনির্বাহী সদস্য শাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান ,রাকিবুল ইসলাম , ফখরুজ্জামান ফকর, ইকবাল মারুফ,শেখ সারওয়ার জাহান জুয়েল।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।