জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে সিলেট সিটির শাহী ঈদগাহ প্রবাসী সমিতির ইফতার সম্পন্ন

Jagannathpur Times Uk
মার্চ ১৮, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :

লন্ডনে সিলেট সিটির শাহী ঈদগাহ প্রবাসী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (১৭ এপ্রিল ২০২৫) পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলীমুজ্জামানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সুমনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন সফররত সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ বদরুজ্জামান সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন আমরা যে যেখানেই থাকিনা কেন আমাদের একটাই পরিচয় আমরা সকলেই শাহী ঈদগার মানুষ। তিনি বলেন আমরা জানি এই সংগঠনটি প্রতিষ্টালগ্ন থেকে প্রবাসে শাহী ঈদগাহ বাসীর মধ্যে ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে যেমন কাজ করছে ঠিক সেই সাথে এলাকার উন্নয়নেও কাজ করে প্রশংসিত হয়েছে।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপদেষ্টা মোয়াজ্জেম খান জুনেদ, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আব্দুল রহিম বেগ, সেলিম হোসেন,আশরাফ গাজি, আরিফুর রহমান চৌধুরী টিপু, বেলাল আহমেদ, বদরুন সেলিনা চৌধুরী, এমাদুর রহমান ফরহাদ, হেনা বেগম, নিপু চৌধুরী ও এডভোকেট ফখরুল ইসলাম প্রমুখ।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুর রহমান চৌধুরী লিটন। এখানে উল্লেখ্য যুক্তরাজ্যস্থ শাহী ঈদগাহ প্রবাসী সমিতি দীর্ঘদিন থেকে এলাকার উন্নয়ন সহ আর্থমানবতার সেবায় কাজ করে আসছে। এই রমাদানেও সংগঠনের পক্ষ থেকে কয়েকটি উন্নয়ন মুলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনের এই মহৎ উদ্যোগকে সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত সকল শাহী ঈদগাহ প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।