রিয়াজ রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক ::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপিসহ বিরোধী দলগুলো নির্যাতন ও নিপীড়নের কারণে সভা-সমাবেশ করতে পারেনি। এখন স্বাধীনভাবে দেশের মানুষ তাদের মতপ্রকাশ এবং রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছেন। বিএনপি সব-সময় গণতন্ত্র, আইনের শাসন ও ধর্মীয় মতপ্রকাশের পক্ষে ছিল। আগামী দিনে ও দেশবাসীর কল্যানে কাজ করে যাবে।
বুধবার (১৯ মার্চ) সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হোসেনর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মোঃ রাহিন তালুকদার এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোছাব্বির আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরে নূর আলী, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জিয়াউর রহিম শাহীন,পৌর বিএনপির আহ্বায়ক ছালা উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক জয়নুল আলম, যুক্তরাজ্য বিএনপির নেতা জয়নাল কোরশী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনূর রশীদ মামুন প্রমূখ।
ইফতার মাহফিলে জগন্নাথপুর উপজেলা ও পৌর সভাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্থরের জনতা উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।