ইয়ামিন আহমদ আদিল জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরের আবাবিল ইসলামিক ও সামাজিক যুব সংগঠনের আয়োজনে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের কাকবলী মক্তব শাখায় আবাবিল ইসলামিক ও সামাজিক যুবসংগঠন,কাকবলী এর সম্পূর্ণ অর্থায়নে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কেন্দ্রের নাজিম আব্দুল হক৷ সঞ্চালনায় ছিলেন কেন্দ্রর প্রধান ক্বারী আবুল বাহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল ইসলামিক ও সামাজিক যুব সংগঠন এর সভাপতি আতিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়হান আহমদ, রুশুন আলী, রাজ উদ্দিন, মাহদী তালুকদার, এমদাদুল হক, মাসুম আহমদ, মিজান আহমদ, আবিদ আরকাম, রাকিব, হামজা, আরিফ সহ সকল শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাবিল ইসলামিক ও সামাজিক যুব সংগঠন এর মাহবুবুর রহমান নাঈম, ক্বারী খছরুজ্জামান খান ও ইয়ামিন আহমদ আদিল প্রমুখ।
আয়োজকবৃন্দদের পক্ষে মাহবুবুর রহমান নাঈম বলেন, আবাবিল ইসলামিক ও সামাজিক যুব সংগঠন সব সময় জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকে ও প্রতিবছর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আয়োজন করার আশা ব্যক্ত করেন।তাছাড়া যে কেনো কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। এবং সংগঠন এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
আবাবিল ইসলামিক ও সামাজিক যুব সংগঠন এর সদস্যবৃন্দ হলেন- আতিকুর রহমান, মাহবুবুর রহমান নাঈম, রায়হান আহমদ, সোহান আহমদ, খালেদ আহমদ, মাহফুজ আহমদ, সাইদুল ইসলাম, রাহি আহমদ, ওয়াদুদ আহমদ, মাহদি তালুকদার, হাসান আহমদ, মাছুম আহমদ ও এমদাদুল হক।