জগন্নাথপুর টাইমসশনিবার , ২৯ মার্চ ২০২৫, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবিতে ৫ জনের মৃত্যু

Jagannathpur Times Uk
মার্চ ২৯, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন মহিলা ও তিনজন শিশু রয়েছে। রাত নয়টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল। ট্রলারটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এসময় অন্যান্য যাত্রীগণ পাড়ে উঠলেও দুই নারী ও তিন শিশু ডুবে মারা যায়। এরা হলো- নোয়াপাড়া’র বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু পুত্র গঙ্গা সরকার (৫), আরও এক শিশুর নাম তাৎক্ষণিক              জানা যায় নি।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১ টায় জানান, ট্রলারডুবিতে পাঁচজন মারা গেছেন। এরমধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু। সবার নাম পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থল থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।